আটকে থাকা ছেলে তার মাকে ফোন করে বলছে, "মা আমি ভিতরে আটকে আছি, নি:শ্বাস নিতে পারছিনা। মা, আমার সামনে একটা মেশিন, মেশিনটা যেকোন সময় সরে এসে আমার উপর পরতে পারে। মা আমার গলা প্রচন্ড
শুকিয়ে গেছে আমি পানি খাবো। মা আমাকে বাঁচাও।"
ফোন পেয়ে উদ্ধারের জন্য প্রাণপনে ছোটাছুটি করছে মা। অথচ উদ্ধার করার মত যথেষ্ট সরঞ্জাম আমাদের নেই। একজন মা শত চেষ্টা করেও হয়ত তার এই সন্তানটাকে জীবিত উদ্ধার করতে পারবেনা। একসময় ফোনে সন্তানের কাতরানো শুনতে শুনতেই জ্ঞান হারিয়ে ফেলবে মা, মরে যাবে ছেলেটি। এর চেয়ে নির্মম আর কি হতে পারে??
পিলখানা = ৭৪
নীমতলী = ১২৪
মিরসরাই = ৪৮
তাজরীন ফ্যাশন = ১৫৮
চিটাগাং ফ্লাইওভার = ২৫
সাভার রানা প্লাজা = ১০০+ আর কতো মানুষের প্রান গেলে আমাদের
রাজনীতিবিদরা জনগনের কথা ভাববেন,
জানমালের নিরাপত্তা বিধান করবেন।
প্রতিটা জায়গায় নিমজ্জিত দুর্নীতির ফসল হল
আজকের এই সব ঘটনা, আপনারা শুধু আপনাদের
সুখের জন্য রাজনীতি করেন, ঠিক আছে, ভালো কথা। অন্তত আমাদের জনগনের
জানমালের নিরাপত্তা দিন। আমরা সাধারণ
জনগণের দরকার নেই বিলাসিতার, দরকার
নেই কাড়ি কাড়ি টাকার! সরকার
এবং বিরুধি দলের কাছে একটাই
প্রার্থনা আপনারা শুধু আমাদের জানমালের নিরাপত্তা দিন। বাংলার জনগণ মন থেকে শুধু
এই একটা জিনিসই চায় আপনাদের কাছে!
* মৃতের সংখ্যা ১-১০ হইলে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করবে.....
* মৃতের সংখ্যা ১১-৩০ হইলে একদিনের শোক পালন হবে....
* মৃতের সংখ্যা ৩১-৫০ হইলে একজন প্রভাবশালী মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করবে....
* শক্তিশালী একটি তদন্ত কমিশন ঘটিত হবে....যদি রিপোর্টের চিন্তা করবেন না.....
* খবরের কাগজ গুলা বড় বড় রিপোর্টছাপাবে.. ..মালিকের দোষ, পানির দোষ, সিমেন্টের দোষ ইত্যাদি....
* টক শো জীবিরা কয়েকদিন তর্ক করেমুখে খই ফুটাবে.....যেই ভাবেই হোক দেশ উদ্ধার করতে হবে....
* ফেসবুকে আমরা কয় দিন স্ট্যাটাস দিমু.....!!
উপরে উল্লেখিত কার্যাবলীতে কিন্তু দায়ী ব্যাক্তির বিচারের কোন ব্যাবস্থা নাই....!!
ভুলেও ওইটা খুজতে যাইয়েন না।
মিয়া এই দেশে আবার বিচার আছে নাকি??
"হয়তো মৃত্যুর এক সেকেন্ড
আগেও ওরা নিজেদের
মধ্যে অতীতের
সমস্যা নিয়ে বর্তমানে
জীবনযাপন
এবং ভবিষ্যতের রঙ্গিন সপ্নের
কথা বলাবলি করেছে।
মাত্র ১ সেকেন্ট
লাগলো ওদের
সপ্নগুলো থামিয়ে দিতে
মৃত্যুর এক সেকেন্ড আগেও ওরা ছিল কারো পরম
ভালোবাসা ও স্নেহের
একটি নাম।এখন
ওরা কেবলি লাশের
সারি হয়তো ওদের
পরিচয় এখন কেবল একটা ক্রমিং নম্মর!
কি সেলুকাস! টিভির
স্কিনে দেখানো মৃতদের
নিথর দেহ আর আহতদের
গগনবিদীর্ন
আহাজারি আমাদের বিবেক কে কি একটুও
নাড়া দেয়না?
কি অপরাধ ওদের?ওদের
অপরাধ ওরা পরিশ্রম
করে শুধু
দুবেলা দুমুঠো খেতে চেয় যার
বিনিময়ে স্বাভাবিক
মৃত্যুর অধিকারটুকুও
হয়তো হারিয়েছে?
আসল লিংকঃhttp://www.facebook.com/Oshongayito?ref=stream&hc_location=stream