একলা পাখি, ছটফটানি, ভাল্লাগেনা খাঁচার কোন,
চোখটি মুদে, স্বপ্ন দেখে, দূর পাহাড়ে গহীন বন।
পথ চেনেনা, ঘাট চেনেনা, মেলবে ডানা, তাও পারেনা,
বলবে কারে, খোলরে মোরে, মন যে আমার আর টিকেনা।
ইচ্ছে ডাকে, বুকটা ফাটে, স্বপ্ন তবু আকুল করে,
একলা পাখি, মন ভাঙ্গানি, মনের দুঃখে কেঁদে মরে।
খাঁচা শুধায়, ওরে পাখি, “বুদ্ধি ঘটে আছে নাকি?
স্বাদের ধামা, দেরে চাপা, মিথ্যে ওসব ছলাকলা,
মনরে যত, করবি বড়, মন পোড়াবে ততোরে,
সেই ক্ষত আর মিটবেনারে, দিন দুনিয়ার মলমে”।
পাখি হেসে বলল তারে, “ওরে খাঁচা, ওরে ওই
জান পুড়লে মরে যাব, মন পুড়লে যাব কই?
তুই তো গাধা, লোহার খাঁচা, ঝুলেই থাকলি আজীবন
অন্য হয়ে বাঁচার চেয়ে, নিজ হয়ে মরা উত্তম”।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ রাত ৯:৫৩