বরাবর
সামু মামুরা
বিষয় ঃ প্রতম পাতায় লিকা অনুমতি না চাহিয়া এক্কান পত্র থুক্কু চিডি।
পিরান প্রিয় আমার সামু মামু, চিডির পরথমে জোকস এর ব্লগ জিবনের খুদ্র কাহিনি কইয়া লই।
গুগুল কাক্কুর দৌলতে সামুর সাথে পরিচয় হয়, হেয় থেইকা দিলডারে সামুর জন্নই বরাদ্দ করিয়াছি।
এইখান-সেইখান থেইকা কাটুশ-কুটুস কইরা পস্টু মারিতে লাগিলাম। আমারে ঠ্যাকায় কে ।
সুক আর কপালে সইলো না। ফরে জানিতে পারিলাম কাটুস-কুটুশ ইহা সামুর নীতির লঙ্ঘন।
জাহার কারণে পরতম পাতায় আমার জন্য দরজা বন । কয়েকবার একানে-অকানে গুতাইয়াও কাজ হয়নি।
তাতে কি হইছে, ফুল গিয়ারে চালাইতে থাকিলাম। এখন ব্লগে ঢু মারতে বেশ ভালই লাগে।
পরতম পাতায় আমার লিকা না আসলেও চলবে। ব্লগ থেকে কত কিছু জানতে পারছি এটাই আমার জন্য অনেক অনেক কিছু।
তাই এরশাদ কাকুর মত পল্টি মাইরা ডিসিশন উল্টাইয়া ফালাইলাম, আমি আর পরতম পাতায় লিকার অনুমতি চাই না।
বিসসাস করেন, আমি আমার কী বোর্ডের অল্টার কী ছুঁইয়ে কসম করে বলছি আমি আর পরতম পাতায় লিকার অনুমতি চাই না।
অতএব মডুগের নিকট এক বালতি ভালুবাসা দিয়ে বলিতে চাহি, আমাকে আর কুনু দিন প্রতম পাতায় লিকার অনুমতি না দিয়া আমার দিল্ডারে ঠান্ডা রাইকেন।
ইতি আপনার অবাধ্য
জোকস।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬