দাবীসমূহ:
-বর্ধিত ভ্যাট প্রত্যাহার
-দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ
-হামলা-নির্যাতন বন্ধ
-মামলা প্রত্যাহার
-রাজবন্দীদের মুক্তি
-আগুন সন্ত্রাস বন্ধ
-অবৈধ ব্যর্থ ইউনূসের পদত্যাগ
আমরা বাংলার জনগণের স্বার্থে আজিবন লড়াই করবো। এই অকর্মন্য পঙ্গু সরকার তাদের ব্যর্থতা জনগণের উপর চাপাতে চাইছে!
যেহেতু তারা নির্বাচিত নয় । তাই তাদের ধারনা কোন দ্বায়বদ্দতা নেই ‼️জনগণের টাকায় বেতন নিয়ে ।সকল সুযোগ সুবিধার বিনিময়ে সুদের ব্যবসায়ী এবার আমার আপনার রক্ত শুষে নিতে চাইছে। আওয়ামিলীগ সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে । প্রয়োজনে আবারো দাঁড়াবে ইংশাআল্লাহ্ ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
আহবানে,
জননেত্রী শেখ হাসিনার সমর্থনে
#ATeam- এটিম
#ATeam 20250141
১৮ই জানুয়ারীর হরতাল সম্পর্কে কিছু কথা -
১) এটিম আওয়ামী লীগকে রেপ্রেজেন্ট করে না। এটিম বাংলাদেশের স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭১এর আদর্শ ধারণ করে। এই আদর্শের পক্ষে যায়, এরকম যে কোনো কর্মকাণ্ডেই এটিমের সমর্থন আছে।
২) বর্তমানে ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে রক্ষায়, মানুষের সাধারণ মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী "শেখ হাসিনার আহবান করা" ১৮ তারিখের হরতালও এটিম সমর্থন করে।
৩) আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন ও ছাত্রলীগের মতো তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ১৮ তারিখে হরতাল পালন করবে কি না, বা কিভাবে করবে, এটি একান্তই তাদের নিজস্ব বিষয়। আমরা মনে করি, এই হরতাল হবে বাংলাদেশের দেশপ্রেমী সাধারণ মানুষের প্রতিবাদ। রাজনৈতিক সংগঠনগুলোর এজেন্ডা তাদের নিজস্ব বিবেচনার বিষয়।
৪) আমাদের কাছে হরতাল অর্থ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আপনি যদি মনে করেন বর্ধিত ভ্যাট, দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ না করে আরো বাড়ানোর জনবিরোধী উদ্যোগ, আগুন সন্ত্রাস, হয়রানিমূলক মামলা ইত্যাদির প্রতিবাদ করা উচিত, আপনি সেটি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। আপনার প্রতিবাদ হতে পারে মিছিল, মানববন্ধনের মতো অহিংস। হরতাল এই প্রতিবাদকে সিনক্রোনাইজ করার একটি আহবান। কাউকে জোর করে হরতালে বাধ্য করা যাবে না। জনজীবনে অশান্তিমূলক কোনো কাজ করা যাবে না।
৫) শনিবারে কেন হরতাল ডাকা হয়েছে, অনেকের এ প্রশ্নের জবাবে আমাদের মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী হরতালের মাধ্যমে দেশের অর্থনৈতিক কোনো ক্ষতি হোক, সেটি চান না বলেই শনিবারকে বেছে নিয়েছেন। রবিবার থেকে বৃহস্পতিবার যাতে স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকে। এটিম এমন ভাবনাকে সমর্থন করে।
বটমলাইন: শেখ হাসিনার নির্দেশনাকে আমরা সমর্থন করি মাত্র...
@albd1971 @sajeebwazed @ChiefAdviserGoB
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৯