স্যার : এই টুনটুনি তুই বলতো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি ?
টুনটুনি : পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে
:
:
:
গরু ।
স্যার : হায় খোদা ! এইটা কেমনে সম্ভব । ওকে ব্যখ্যা দে ?
টুনটুনি : ব্যখ্যা তো আরও সহজ । বাংলা ২য় পত্রে প্রবাদ আছে... অতি চালাকের গলায় দড়ি । বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে । সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী (প্রমাণিত)
***********
স্যারঃ বল্টু ১০টি রাসানয়িক দ্রবের নাম বলো!
( বল্টু ১০ টি পারে না তাই )
বল্টুঃ
১। ফ্লোরিন
২। ব্রোমিন
৩। আয়োড়িন
*
*
*
*
*
*
৪। নওরিন
৫। জেসমিন
৬। ইয়াসমিন
৭। পারভিন
৮। নাজমিন
৯। শারমিন
১০। জেমিন
************
স্যার ছাত্রকে বলতেছে,
স্যার :- বল তো ছোটন, ঢাকা কোথায় অবস্থিত?
ছোটন :- খাটের নিচে স্যার।
স্যার :- এসব কী বল?
ছোটন :- বড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন, তখন আম্মু বলেন আব্বু ঢাকা গেছেন। তখন তো আব্বু খাটের নিচে থাকেন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯