আকাশে একটা চাঁদ ছিল
চাঁদ আর তার জোছনা দেখে
সাধ হলো
চাঁদকে পুরুস্কৃত করার।
দুঁরের চাঁদ, কিই বা আর দিতে পারি?
ঠিক হলো
ছোটবেলার শেখা ঝুলি থেকে
একটা কিছু দিব।
ঝুলি খুলে দেখি চাঁদের কপালে
নাকি টিপ দেওয়া যায়।
চাঁদের দিকে তাকিয়ে
চাঁদের উপর একটা টিপ দিলাম।
টিপ দিতে নাকি কপাল দরকার?
ওহ্, চাঁদের তবে একটা কপালও হোক ।
সেজন্য চাঁদকে দুটো ভ্রুও দিলাম,
ভ্রু-এর নিচে দুটো চোখ,
ঠোঁট, নাক সবই দিলাম
সেই সাথে দেখতে পেলাম
চাঁদ কি করে চাঁদ থেকে
একজন নারী হয়ে যায়।
চাঁদ কি তবে নারীর অংশ?
নাকি সব নারী, নারী হওয়ার আগে
একবার করে
চাঁদ হয়েছিল?
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১২ সকাল ১০:২৭