আমি যতদিন তাকিয়েছে
দেখেছি তার সহাস্যমুখ।
আঁখি! না, আমার চোখ নয়;
বলছি,সেই মেয়েটার কথা।
আঁখির চোখে কি মায়া ছিল ?
দুদিনের পরিচয়ে হাসিটা ছাড়া-
আর কিছুই দেখা হয় নি।
আঁখি! না, আমার চোখ নয়
বলছি,সেই মেয়েটার কথা।
প্রাণখোলা হাসিতে আবেশ থাকে,
থাকে পরিবেশ বদলের ক্ষমতা।
একঘেয়ে দুপুরে তার হাসির ঝংকার,
আমাদেরও প্রফুল্ল করত।
আঁখি! না, আমার চোখ নয়
বলছি,সেই মেয়েটার কথা।
আঁখির হাসি অমলিন থাকুক।
আঁখি ভাল থাকুক,ভাল রাখুক।
আঁখি!না, আমার চোখ নয়
বলছি,সেই মেয়েটার কথা।
আঁখি একদিন বৃদ্ধা হবে,
চুলে তার পাক ধরবে,চামড়া কুচকাবে।
তখনও কি আঁখির হাসিতে প্রাণ থাকবে?
হাসিরও কি বয়স বাড়ে?
উত্তর তো তার অশীতি হাসিতে।
বিধাতার কাছে প্রত্যাশা-
তিন যুগ পরে যদি হয় দেখা,
আমার স্মৃতি যেন নষ্ট না হয়।
সেদিন যেনো একঘেয়ে দুপুর থাকে।
আর কেউ যেনো হাস্যকর কোন ভুল করে।
আর সেই ভুলে- তার যেন হাসির ঝংকার ওঠে।
আঁখি! না, আমার চোখ নয়,
বলছি,সেই মেয়েটার কথা।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১০