somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূহ কি? আমরা কি জানি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রহমানির রাহিম

রূহ কি ?


অন্য আরেকটা ব্যাপার নিয়ে একটু স্টাডি করছিলাম, রূহ এর কনসেপ্ট নিয়ে কনফিউসান হল। মনে হচ্ছে রূহ সম্পর্কে নানা ধারনা শুধুই ধারনা মাত্র। কোন জানা বিষয়ের সাথে এর ধারনাকে মিলানো অকারনেই করা হয়েছে। রূহকে মনে হল সম্পূর্ন আলাদা এক প্রজাতি অথবা জিনিস অথবা অস্তিত্ত অথবা শক্তি যার আলাদা স্বাতন্ত্র আছে।

কুরয়ানে রূহ (رُوحِ) শব্দটি বিভিন্ন ভাবে ব্যাবহার হয়েছে এমন অনুবাদ গুলো যদি দেখি, মনে হবে যেন একি শব্দের ভিন্ন ভিন্ন মানে করা হয়েছে। যদিও প্রয়োজন হয়ত ছিলনা। যদি রূহ শব্দটাকে রূহই অর্থ করেন এবং এটাকে আল্লাহের এক বিশেষ নেয়ামত(এটা কি জানি না,প্রকৃত পক্ষে এটাকি কেউ জানে না) ভাবেন তবে দেখবেন, ব্যাপারটা সহজ।


(আমি কুরয়ান ডট কম এর সহী ইন্টারন্যাসনাল ইংরেজী ও বাংলা অনুবাদ অবিকৃত ভাবে ব্যাবহার করেছি। চেষ্টা করা হয়েছে আয়াতের রূহ শব্দটা বোল্ড করার এবং অনুবাদে ঐ অংশটুকুই বোল্ড করার)

সূরা বাকারা আয়াত ৮৭ঃ

(وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِن بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءكُمْ رَسُولٌ بِمَا لاَ تَهْوَى أَنفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقاً كَذَّبْتُمْ وَفَرِيقاً تَقْتُلُونَ)

কাছাকাছি অর্থঃ

(And We did certainly give Moses the Torah and followed up after him with messengers. And We gave Jesus, the son of Mary, clear proofs and supported him with the Pure Spirit. But is it [not] that every time a messenger came to you, [O Children of Israel], with what your souls did not desire, you were arrogant? And a party [of messengers] you denied and another party you killed.

অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এবং তার পরে পর্যায়ক্রমে রসূল পাঠিয়েছি। আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মোজেযা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিদান করেছি। অতঃপর যখনই কোন রসূল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে, যা তোমাদের মনে ভাল লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ।)

সূরা বাকারা আয়াত ২৫৩ঃ

(تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۘ مِّنْهُم مَّن كَلَّمَ اللَّهُ ۖ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ ۚ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ۗ وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلَ الَّذِينَ مِن بَعْدِهِم مِّن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ وَلَـٰكِنِ اخْتَلَفُوا فَمِنْهُم مَّنْ آمَنَ وَمِنْهُم مَّن كَفَرَ ۚ وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلُوا وَلَـٰكِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ )

কাছাকাছি অর্থঃ

(Those messengers - some of them We caused to exceed others. Among them were those to whom Allah spoke, and He raised some of them in degree. And We gave Jesus, the Son of Mary, clear proofs, and We supported him with the Pure Spirit. If Allah had willed, those [generations] succeeding them would not have fought each other after the clear proofs had come to them. But they differed, and some of them believed and some of them disbelieved. And if Allah had willed, they would not have fought each other, but Allah does what He intends.

এই রসূলগণ-আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি। তাদের মধ্যে কেউ তো হলো তারা যার সাথে আল্লাহ কথা বলেছেন, আর কারও মর্যাদা উচ্চতর করেছেন এবং আমি মরিয়ম তনয় ঈসাকে প্রকৃষ্ট মু’জেযা দান করেছি এবং তাকে শক্তি দান করেছি ‘রুহূল কুদ্দুস’ অর্থৎ জিবরাঈলের মাধ্যমে। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে পরিস্কার নির্দেশ এসে যাবার পর পয়গম্বরদের পেছনে যারা ছিল তারা লড়াই করতো না। কিন্তু তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেছে। অতঃপর তাদের কেউ তো ঈমান এনেছে, আর কেউ হয়েছে কাফের। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে তারা পরস্পর লড়াই করতো, কিন্তু আল্লাহ তাই করেন, যা তিনি ইচ্ছা করেন।)

এই আয়াতের অনুবাদে জিব্রাইলের মাধ্যমে কথাটা বেশী আছে।

সূরা নিসা আয়াত ১৭১ঃ

(يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ ۚ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌ مِّنْهُ ۖ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ۖ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ ۚ انتَهُوا خَيْرًا لَّكُمْ ۚ إِنَّمَا اللَّهُ إِلَـٰهٌ وَاحِدٌ ۖ سُبْحَانَهُ أَن يَكُونَ لَهُ وَلَدٌ ۘلَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا)

কাছাকাছি অর্থঃ

( O People of the Scripture, do not commit excess in your religion or say about Allah except the truth. The Messiah, Jesus, the son of Mary, was but a messenger of Allah and His word which He directed to Mary and a soul [created at a command] from Him. So believe in Allah and His messengers. And do not say, "Three"; desist - it is better for you. Indeed, Allah is but one God. Exalted is He above having a son. To Him belongs whatever is in the heavens and whatever is on the earth. And sufficient is Allah as Disposer of affairs.

হে আহলে-কিতাবগণ! তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে নিতান্ত সঙ্গত বিষয় ছাড়া কোন কথা বলো না। নিঃসন্দেহে মরিয়ম পুত্র মসীহ ঈসা আল্লাহর রসূল এবং তাঁর বাণী যা তিনি প্রেরণ করেছেন মরিয়মের নিকট এবং রূহ-তাঁরই কাছ থেকে আগত। অতএব, তোমরা আল্লাহকে এবং তার রসূলগণকে মান্য কর। আর একথা বলো না যে, আল্লাহ তিনের এক, একথা পরিহার কর; তোমাদের মঙ্গল হবে। নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য। সন্তান-সন্ততি হওয়াটা তাঁর যোগ্য বিষয় নয়। যা কিছু আসমান সমূহ ও যমীনে রয়েছে সবই তার। আর কর্মবিধানে আল্লাহই যথেষ্ট।)

সূরা মায়েদা আয়াত ১১০ঃ

(إِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلَىٰ وَالِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا ۖوَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي ۖ وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي ۖ وَإِذْ تُخْرِجُ الْمَوْتَىٰ بِإِذْنِي ۖ وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَـٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ)

কাছাকাছি অর্থঃ

([The Day] when Allah will say, "O Jesus, Son of Mary, remember My favor upon you and upon your mother when I supported you with the Pure Spirit and you spoke to the people in the cradle and in maturity; and [remember] when I taught you writing and wisdom and the Torah and the Gospel; and when you designed from clay [what was] like the form of a bird with My permission, then you breathed into it, and it became a bird with My permission; and you healed the blind and the leper with My permission; and when you brought forth the dead with My permission; and when I restrained the Children of Israel from [killing] you when you came to them with clear proofs and those who disbelieved among them said, "This is not but obvious magic."

যখন আল্লাহ বলবেনঃ হে ঈসা ইবনে মরিয়ম, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ কর, যখন আমি তোমাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি। তুমি মানুষের সাথে কথা বলতে কোলে থাকতেও এবং পরিণত বয়সেও এবং যখন আমি তোমাকে গ্রন্থ, প্রগাঢ় জ্ঞান, তওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছি এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখীর প্রতিকৃতির মত প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে, অতঃপর তুমি তাতে ফুঁ দিতে; ফলে তা আমার আদেশে পাখী হয়ে যেত এবং তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্টরোগীকে নিরাময় করে দিতে এবং যখন আমি বনী-ইসরাঈলকে তোমা থেকে নিবৃত্ত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের ছিল, তারা বললঃ এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়।)

সূরা ইউসুফ আয়াত ৮৭ঃ

(يَا بَنِيَّ اذْهَبُوا فَتَحَسَّسُوا مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ)
কাছাকাছি অর্থঃ

(O my sons, go and find out about Joseph and his brother and despair not of relief from Allah . Indeed, no one despairs of relief from Allah except the disbelieving people."

বৎসগণ! যাও, ইউসুফ ও তার ভাইকে তালাশ কর এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায়, ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।)

আল্লাহের রহমতের কথা বলা হয়েছে এখানে একি শব্দের মাধমে, হতে পারে রহমতের কাজে নয়জিত আল্লাহের কাছথেকে প্রেরিত রূহ

সূরা হিজর আয়াত ২৯ঃ

(فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ)

কাছাকাছি অর্থঃ

(And when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration."

অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফঁুক দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেয়ো।)

এখানে আল্লাহের রূহ না, আল্লাহের কাছথেকে আসা রূহ।যা শুধুই শরীর নামক যন্ত্রটাকে চালাবে



সূরা নহল আয়াত ২ঃ

(يُنَزِّلُ الْمَلَائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ أَنْ أَنذِرُوا أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا أَنَا فَاتَّقُونِ)

কাছাকাছি অর্থঃ
(He sends down the angels, with the inspiration of His command, upon whom He wills of His servants, [telling them], "Warn that there is no deity except Me; so fear Me."

তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা, নির্দেশসহ ফেরেশতাদেরকে এই মর্মে নাযিল করেন যে, হুশিয়ার করে দাও, আমি ছাড়া কোন উপাস্য নেই। অতএব আমাকে ভয় কর।)

এই আয়াত দেখলে বুঝা যাবে ফেরেশতা আর রূহ এক না, রূহ ভিন্ন একটা কিছু , যা আল্লাহের পক্ষথেকে যে কারোজন্য নাজিল হয়ে তাদের অগোচরেই তাদের সাথে যোগাযোগ করতে পারে। পুরা ব্যাপারটা হয়ত বান্দার অগোচরেই হয়ে থাকে।আর রূহ এবং ফেরেশতা যদি ভিন্ন হয় তবে রুহুল কুদ্দুস কেন জিব্রাইল আঃ হবেন?

সূরা নহল আয়াত ১০২ঃ
(قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِن رَّبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ)
কাছাকাছি অর্থঃ

(Say, [O Muhammad], "The Pure Spirit has brought it down from your Lord in truth to make firm those who believe and as guidance and good tidings to the Muslims."

বলুন, একে পবিত্র ফেরেশতা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ নাযিল করেছেন, যাতে মুমিনদেরকে প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্যে পথ নির্দেশ ও সু-সংবাদ স্বরূপ।)

এই আয়াতের অনুবাদেই দেখেন আবারো রূহ এর যায়গায় ফেরেশতা ব্যাবহার হয়েছে।

সূরা বনী-ঈসরাইল আয়াত ৮৫ঃ

(وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ ۖ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا)

কাছাকাছি অর্থঃ

(And they ask you, [O Muhammad], about the soul. Say, "The soul is of the affair of my Lord. And mankind have not been given of knowledge except a little."

তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিনঃ রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে।)

রূহ সম্পর্কে এটাই আসলে প্রকৃত কথা। এর চেয়ে সত্য আর নাই। আমি বুঝিনা কুরয়ানের এই নির্দেশনার পরেও রূহকে কেন সব সময় মিনিং ফুল একটা কিছু বা পরিচিত বা জানা একটা কিছুর সাথে সিনো নাইম বা হোমো নাইম হিসাবে ব্যাবহার করার চেষ্টা করা হয়েছে!!!!!!!

সূরা মারইয়াম আয়াত ১৭ঃ

(فَاتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا)

কাছাকাছি অর্থঃ

(And she took, in seclusion from them, a screen. Then We sent to her Our Angel, and he represented himself to her as a well-proportioned man.

অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করলো। অতঃপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম, সে তার নিকট পুর্ণ মানবাকৃতিতে আত্নপ্রকাশ করল।)

খুব সম্ভবত রূহ আল্লাহের আদেশ পালনের নিমিত্তে আকার আকৃতিও পরিবর্তন করতে পারে। আসলেতো আল্লাহের নির্দেশে সবই সম্ভব।

সূরা আম্বিয়া আয়াত ৯১ঃ

(وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آيَةً لِّلْعَالَمِينَ)

কাছাকাছি অর্থঃ

(And [mention] the one who guarded her chastity, so We blew into her [garment] through Our angel [Gabriel], and We made her and her son a sign for the worlds.

এবং সেই নারীর কথা আলোচনা করুন, যে তার কামপ্রবৃত্তিকে বশে রেখেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম।)

সূরা শো’য়ারা আয়াত ১৯৩ঃ

(نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ)

কাছাকাছি অর্থঃ

(The Trustworthy Spirit has brought it down

বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।)

এই আয়াতের আগে এবং পরের আয়াত গুলো উল্লেখ করা প্রয়োজন, "এটা তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।বিশ্বস্ত রূহ একে নিয়ে অবতরণ করেছে।আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,সুস্পষ্ট আরবী ভাষায়। " এখানে এটা স্পষ্টযে কুরয়ান নাজিলের কথা বলা হয়েছে এবং আমরা জানি কুরয়ান নিয়ে জিব্রাইল আঃ আসতেন নবীজীর কাছে। তাহলে কি "বিশ্বস্ত রূহ" জিব্রাইল আঃ ?? হতেওতো পারে যে কুরয়ান নাজিল হবার সময় জিব্রাইল আঃ এর সাথে কোন বিশ্বস্ত রূহ ও নিয়জিত ছিলেন। এবং এই আয়াত গুলোর যেমন বর্ননা সে অনুযায়ী, কুরয়ানের বানী অন্তরে গ্রথিত হবার জন্য হয়ত রূহরা সাহায্য করতেন। তফসির গ্রন্থ গুলোতে এমনোতো অনেক হাদিস আছে যেখানে বলা আছে অনেক সংখ্যক ফেরেশতা কোন নির্দিষ্ট আয়াত বা কোন নির্দিষ্ট সূরা নাজিলের সময় সঙ্গে অবতির্ন হয়েছেন। হতেও পারে উনাদের সঙ্গে রূহরাও অবতির্ন হয়েছেন, আর এখানে তাদের কথাই বলা হচ্ছে। আর যদি বিজ্ঞরা একেবারেই নিশ্চিত হন যে রূহুল আমিন মানে জিবরাইল আঃ তাহলে আমার তাদের সাথে কোন তর্ক নাই!!

সূরা সেজদা আয়াত ৯ঃ

(ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ)

কাছাকাছি অর্থঃ

(Then He proportioned him and breathed into him for His [created] soul and made for you hearing and vision and hearts; little are you grateful.

অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।)

সূরা সাদ আয়াত ৭২ঃ

(فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ)

কাছাকাছি অর্থঃ

(So when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration."

যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেয়ো।)

আল্লাহের পক্ষথেকে রূহ

সূরা মুমিন আয়াত ১৫ঃ

(رَفِيعُ الدَّرَجَاتِ ذُو الْعَرْشِ يُلْقِي الرُّوحَ مِنْ أَمْرِهِ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ لِيُنذِرَ يَوْمَ التَّلَاقِ)

কাছাকাছি অর্থঃ

([He is] the Exalted above [all] degrees, Owner of the Throne; He places the inspiration of His command upon whom He wills of His servants to warn of the Day of Meeting

তিনিই সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক, তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়াদি নাযিল করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করে।)

সূরা শুরা আয়াত ৫২ঃ

(وَكَذَ‌ٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا ۚ مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَـٰكِن جَعَلْنَاهُ نُورًا نَّهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ)

কাছাকাছি অর্থঃ

(And thus We have revealed to you an inspiration of Our command. You did not know what is the Book or [what is] faith, but We have made it a light by which We guide whom We will of Our servants. And indeed, [O Muhammad], you guide to a straight path

এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না, কিতাব কি এবং ঈমান কি? কিন্তু আমি একে করেছি নূর, যাদ্দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন)


সূরা ওয়য়াকিয়া আয়াত ৮৯ঃ

(فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ )

কাছাকাছি অর্থঃ

(Then [for him is] rest and bounty and a garden of pleasure.

তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।)

সূরা মুজাদিলা আয়াত ২২ঃ

(لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚأُولَـٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَـٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ )

কাছাকাছি অর্থঃ

(You will not find a people who believe in Allah and the Last Day having affection for those who oppose Allah and His Messenger, even if they were their fathers or their sons or their brothers or their kindred. Those - He has decreed within their hearts faith and supported them with spirit from Him. And We will admit them to gardens beneath which rivers flow, wherein they abide eternally. Allah is pleased with them, and they are pleased with Him - those are the party of Allah . Unquestionably, the party of Allah - they are the successful.

যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাদেরকে আপনি আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম হবে।)

এই আয়াতে ঐ একি রূহ এর মানে নেয়া হয়েছে অদৃশ্য শক্তি। এখানে কোন ফেরেশতা বা এই রকম কিছু মনে হয়নি। আমি অবশ্য এই রূপ অর্থের পক্ষেই বেশী।

সূরা তাহরিম আয়াত ১২ঃ

(وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ)

কাছাকাছি অর্থঃ

(And [the example of] Mary, the daughter of 'Imran, who guarded her chastity, so We blew into [her garment] through Our angel, and she believed in the words of her Lord and His scriptures and was of the devoutly obedient.

আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান-তনয়া মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বানী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারীনীদের একজন।)

সূরা মায়ারিজ আয়াত ৪ঃ

(تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ )

কাছাকাছি অর্থঃ

(The angels and the Spirit will ascend to Him during a Day the extent of which is fifty thousand years.

ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।)

আপনাদের কি মনে হয় জানি না কিন্তু আমার এই আয়াত পরে মনে হয় যে ফেরেশতা এবং রূহ ভিন্ন জিনিস। এবং এখানে কুরয়ানের মূল ভাষায় দুটি ভিন্ন শব্দই ব্যাবহার করা হয়েছে।

সূরা নাবা আয়াত ৩৮ঃ

(يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا)

কাছাকাছি অর্থঃ

(The Day that the Spirit and the angels will stand in rows, they will not speak except for one whom the Most Merciful permits, and he will say what is correct.

যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।)

এখানে খুব সম্ভবত কেয়ামতের দিনের কথা বলা হয়েছে। আমি যত দূর জানি মানুষ মানুষের রূপেই পুনরত্থিত হবে এবং ঐ রূপেই শেষ বিচারের ময়দানে যাবে। তাহলে রূহ আর ফেরেশতা যদি পাশাপাশি দাঁড়ায় তাহলে দুটা নিশ্চয়ই ভিন্ন হবারই কথা!! আর এখানে উভয়ের কথাই বলা হয়েছে।

সূরা কদর আয়াত ৪ঃ

(تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ)

কাছাকাছি অর্থঃ

(The angels and the Spirit descend therein by permission of their Lord for every matter.

এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।)

এই আয়াত থেকে বুঝাই যায় রূহদের আল্লাহের আদেশ ক্রমে ভিন্ন ভিন্ন কিন্তু নির্দিষ্ট কাজ আছে যা আল্লাহের আদেশ ক্রমে হয়ে থাকে, এখানেও স্পষ্ট যে রূহ আর ফেরেশতা ভিন্ন। তারা উভয়েই নির্দিষ্ট কাজে আদিষ্ট হয়ে কদরের রাতে অবতির্ন হন।


হাদীসের আলোচনা আমার ক্ষমতার বাইরে, আন্তরিকতা থাকলে কুরয়ানে সহজেই খোঁজা যায়, কিন্তু হাদীসে রূহ কথাটাকে খোঁজা আমার জন্য বর্তমান বাস্তবতায় প্রায় অসম্ভব। তবুয় তিনটা হাদিস উল্লেখ করতে চাই।

(Narrated 'Abdullah: While I was going with the Prophet through the ruins of Medina and he was reclining on a date-palm leaf stalk, some Jews passed by. Some of them said to the others: Ask him (the Prophet) about the spirit. Some of them said that they should not ask him that question as he might give a reply which would displease them. But some of them insisted on asking, and so one of them stood up and asked, "O Aba-l-Qasim ! What is the spirit?" The Prophet remained quiet. I thought he was being inspired Divinely. So I stayed till that state of the Prophet (while being inspired) was over. The Prophet then said, "And they ask you (O Muhammad) concerning the spirit --Say: Thespirit -- its knowledge is with my Lord. And of knowledge you (mankind) have been given only a little)." (17.85) (Book #3, Hadith #127))

এখানে রূহ এর ট্রান্সলেসন করা হয়েছে spirit । যদি খেয়াল করেন তবে বুঝবেন এখানে সূরা বনী ঈসরাইলের কথাটাই রিপিট করা হয়েছে এবং বলা হয়েছে এই রূহ জিনিশটা কি সে সম্পর্কে আসলে আমাদের তেমন একটা জ্ঞান দেয়া হয়নি।

(Narrated Hassan bin Thabit Al-Ansari: I asked Abu Huraira "By Allah! Tell me the truth whether you heard the Prophet saying, 'O Hassan! Reply on behalf of Allah's Apostle. O Allah! Help him with the Holy spirit." Abu Huraira said, "Yes . " (Book #8, Hadith#444))

(Narrated Sa'id bin Al-Musaiyab: 'Umar came to the Mosque while Hassan was reciting a poem. ('Umar disapproved of that). On that Hassan said, "I used to recite poetry in this very Mosque in the presence of one (i.e. the Prophet ) who was better than you." Then he turned towards Abu Huraira and said (to him), "I ask you by Allah, did you hear Allah's Apostle saying (to me), "Retort on my behalf. O Allah! Support him (i.e. Hassan) with the Holy spirit?" Abu Huraira said, "Yes." (Book #54, Hadith #434))

এই উপরের হাদিস দুটি যদি খেয়াল করেন তাহলে দেখবেন নবীজী সাঃ ইমাম হাসান রাঃ কে পবিত্র রূহ এর মাধ্যমে সাহায্য করার জন্য দূয়া করেছেন। এখন জিব্রাইল আমিন যদি পবিত্র রূহ হয়ে থাকেন, উনিকি রাসূল সাঃ এর মৃত্যুর পরেও ইমাম হাসান রাঃ কে সাহায্যের জন্য এসে থাকবেন ???

আসলে নিজের মনের মধ্যে একটা জিনিশ বুঝা আর অন্যকে বুঝানো ব্যাপারটা এক না। আমি জানি পোষ্টের বিষয় বস্তু অনেকে বারাবারি মনে করবেন। তবুয় বলতে চাই সকল জ্ঞানী আলেমের মতকে সম্মান দিয়েই বলতে চাই যে নিজের ধর্মটাকে নিজে বুঝার চেষ্টা করা উচিৎ। তাই করার চেষ্টা করি। কোন ফিতনা তৈরির বিন্দু মাত্র ইচ্ছা বা সাহস নাই। হাদীসে কোন পরিষ্কার নির্দেশ থাকলে কেউ জানাবেন কারন রূহ কথাটার উল্লেখ করে এমন হাদিস সব আমি পড়িনি আর জানিও না। তবে কুরয়ান অনুযায়ী আমার মনে হয়। প্রচলিত ধারনা অনুযায়ী রূহুল আমিন বা রূহুল কুদ্দুস জিব্রাইল আঃ নন। অন্য কেউ বা অন্য কিছু। রূহ একটা ভিন্ন জিনিস। যার ধারনা কারো কাছেই নাই। এই ব্যাপারে আমার সূরা বনী-ঈসরাইলের ৮৫ নং আয়াতে দেয়া আল্লাহের রায়ই চূড়ান্ত মনে হয়, আর চূড়ান্ত মনে হয় উপরে উল্লেখ করা প্রথম হাদীসটিকে।

রূহ পবিত্র হতে পারে অপবিত্র হতে পারে বিশ্বাসী হতে পারে অবিশ্বাসী হতে পারে। হতে পারে মানুষের যে রূহ বা আত্নার কথা বলা হয় তা শুধুই আল্লাহের হুকুমে মানুষ নামক যন্ত্রের চালিকা শক্তি মাত্র। আরো অনেক রকম রূহ হয়ত আছে যারা আল্লাহের আদেশে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে স্বাধীন ভাবে, মানুষের শরীরের অধিনে নয়। যেমন ধরুন একটা মোবাইল ফোনে কিছুই না তাঁর সিম ছাড়া, বা বলতে পারেন খুবই সামান্যই কাজে আসে সিম ছাড়া, অনেকটা একটা মৃত দেহের মত। একটা সিম যোগ করেদেন ,এখন এর একটা অস্তিত্ত্ব আছে , পরিচয় আছে কিন্তু এখনো এটির কোন ক্ষমতা নাই এটি একটা ঘুমন্ত মানুষের মত। এখন এই সিমে কিছু ব্যালেন্স(টাকা) দিয়েদিন, এখন এর রূহ যুক্ত হল। এখন এটির তুলনা একটি জিবন্ত রূহ যুক্ত মানুষের মত। অর্থাৎ মোবাইল ফোনটির রূহ হল টাকা। কিন্তু টাকার একমাত্র কাজ মোবাইফোনকে জীবিত রাখা নয়। এর অনেক রকম অনেক কাজ আছে, যা শুধুই এর মালিকের ইচ্ছার উপরে নির্ভর করে। তেমনি রূহও এমন একটা কিছু যা শুধুই আমাদের শরীর সম্পর্কিত নয়।

আল্লাহই ভালো জানেন।

আসসালামুয়ালাইকুম!!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

আত্মপোলব্ধি......

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

আত্মপোলব্ধি......

একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন

জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !

লিখেছেন হাসানুর, ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২



হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।

লিখেছেন তানভির জুমার, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?

লিখেছেন রাজীব, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২

ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।

আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন

×