বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেউ কি উনাকে চিনেন ?
ব্রাড পিটের পাশে এটা কে ?
ইংল্যান্ডের কোন উঠতি মডেলের বাংলাদেশ ভ্রমন নাতো ?
উরে বাবা আরেকটা ফটোগ্রাফ্রির ম্যাগাজিনেও দেখি উনি কভার পেইজে !!
না, এই পত্রিকাটা ডেইলি স্টার না !! ইউ কে মেট্রো নিউজ পেপার!!
উনি বাংলাদেশী তুলি, গ্রামের মেয়ে, অনেক সুপার মডেলদের চেয়েও অনেক সুন্দর, মাটির গন্ধ পাওয়া যাচ্ছে নিচের ছবিটা থেকে !! তাই না??
খুব বেশী এডিটিং লাগে নাই, বাংলাদেশের ৯০% সুন্দরী মেয়েই জানে না যে আল্লাহ তাদের সুন্দর করেই বানিয়েছেন, তাদের যত আকর্ষন ফেয়ার এ্যন্ড-লাভলি!!!
তুলি নাম না জানা তাঁর গ্রামে তাঁর বোন দুলির সাথে ।
ছবি গুলো যিনি তুলেছেন , সাথে ১০০% বাংলাদেশী তুলি!!
পুরা গল্পটা এখানে পুরা গল্পটা এখানে পুরা গল্পটা এখানে পুরা গল্পটা এখানে পুরা গল্পটা এখানে
এইতো আর কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, অযোচিত বিউটি পার্লার গমন!! অতঃপর কাউকে আর তাদের প্রকৃত চেহারায় দেখা যাবে না!! কারন সামনে ঈদ!! সাওমের চেয়ে বিউটি পার্লার অনেক গুরুত্ব পূর্ণ হয়ে যাবে, অথচ তখন রাত দিন নাজাতের জন্য প্রার্থনা করার কথা। অযোচিত এই সকল ঘষামাজার বাহুল্যতা দেখে, অনেকেরই মন খারাপ থাকবে, অথচ তারাই প্রকৃত সুন্দরী।
আমার মনে হয় প্রায় সকলেই এই আয়াতটি জানেন,
সূরা ত্বীন , আয়াত ৪ঃ ( لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ )
কাছাকাছি উচ্চারনঃ লাক্বদ খ্বালাকনাল ইনসানা ফিই আহসানি তাক্বউইম।
কাছাকাছি অর্থঃ ( আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। )
এই আয়াতের কোন মূল্য আছে কি ?
কোন সমস্যা নাই, পরের লাইনেই এই কথাও বলা আছে!!
সূরা ত্বীন , আয়াত৫ঃ ( ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ )
কাছাকাছি উচ্চারনঃ স্বুম্মা রাদাদনা হুয়াস্ফালা সাফিলিন।
কাছাকাছি অর্থঃ ( অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। )
অনেক অযোচিত ঘষাঘষির পর ডার্মাটোলজিস্টদের আর কিছুই করার থাকে না!!!
আসসালামুয়ালাইকুম!!
বি দ্র ঃ পোষ্টটা বিতর্কিত হতে পারে। এই পোষ্টের দৃষ্টি ভঙ্গি সম্পূর্ন আমার নিজের। আমাদের অনেক কিছুতেই বিদেশ প্রিতিটা অযৌক্তিক। বাংলাদেশের মানুষ দেখতে অনেক সুন্দর। অবশ্যই মেয়েরা ছেলেদের চেয়ে বেশী সুন্দর। আর যে যার নিজের মত সুন্দর। কারো উচিৎ নয় নিজেকে অন্যের মত সুন্দর বানানোর চেষ্টা করা। নিজেকে নুন্যতম এইটুকু ভালবাসতে না পাড়লে, নিজের অনেক রকম কর্ম শক্তিই হারিয়ে যায় বলে বিশ্বাস করি।
জলপরী অন্ডাইনের অভিশাপ আর কিছুটা এলোমেলো
ছবির কৃতজ্ঞতাঃ ( Click This Link )
সব কিছুর কৃতজ্ঞতাঃ আল্লাহ রাব্বুল আলামিন