হবুর দেশের আইন
লিখা আছে গঠনতন্ত্রে মস্ত মস্ত লাইন
এবার নেমেছে খড়গ লিখা আছে আইনে স্বর্গ
এমন স্বর্গ, মিলবে মর্গ, দিতে হবে অনেক অর্ঘ্য।।
শফিক রেহমান ব্যক্তি মহান, বড্ড শালীন
নম্র ভদ্র, সৌম্য হদ্দ, মস্ত কুলীন
দীর্ঘকাল বাসেন ধ্যানে, নীতির আধার, উষ্ণ সুনীল;
বামপন্থী শ্রীমান তিনি, আদিঅন্ত প্রগতিশীল
হিসাব পাঠে বিলেত গেলেন, দেশে ফেরে ভিন্ন অংক, কষেন সুশীল
মনের আশা, রম্য লিখে, দেশে দেবেন উন্নয়নের বিশাল মিছিল।।
উনিশ শত চুরাশীতে প্রকাশেন, সপ্তাহে একদিন
রম্য পত্র, নাম তার “যায় যায় দিন”
লিখনী প্রচণ্ড বল, লোকপ্রিয় সাংবাদিকের বীণ
জনপ্রিয়তার শীর্ষে উঠে নিত্য হন আসীন
রম্য কথন চলে “দিনের পর দিন”
মইন মিলা পরকীয়া, শত শত লীন।।
কতকথা স্বৈরাচার, বিরোধী নিখিল
জনতার আবেগ মাখা, অন্তরের মিল,
কঠোর সমালোচনার ঢল, ফল অন্তনীল
স্বৈরাচার বন্ধ করেন "যায় যায় দিন";
জনপ্রিয়তার শীর্ষে শফিক, দিনের পর দিন,
নির্বাসনে বিবিসিতে, জড়ান সেদিন, জনতার কাতারে উঠেন সম্মানে বিলীন।।
গণতন্ত্র ফিরে এলে, দেশে ফিরে একদিন
খালেদার বন্ধু হয়ে, করেন, জীবন রঙিন
বাক্যহারা, অসহায়, বন্দী, সাংবাদিক স্বাধীন
সাপ্তাহিক দৈনিক হয়, "যায় যায়দিন";
স্বপণ রাজ্য গড়েন, মেডিয়া সেন্টার সেদিন
জন্ম দেন "ভ্যালেন্টাইন" আর "ভালবাসা" দিবসের পিদিম।।
তিলে তিলে গড়ে উঠা যায় যায় দিন
ধীরে ধীরে ভালবাসার সিকিম, হয় স্বত্ব বিলীন
রাজনীতি সচল, সাংবাদিক অচল, শফিক সুশীল
উত্থান আর পতনের নায়ক, খালেদার উকিল
অঘোষিত ক্রীড়নক, সমাজবাদী থেকে জাতীয়তাবাদী এক রম্য প্রগতিশীল ।।
শুনছ জনতা মূক, চলছে অবসেশন
জনপ্রিয় শফিক শূক, টক অব দি নেশন
পতিত নায়ক এক রসের ফ্যাশন,
শেষ হবে কবে এই দীর্ঘ সেশন
খড়গ হস্ত জুজু, ঘরে ঢুকে করে রিলেশন
বন্দী হয় সুশীল বিরাশী যুবক রেশম
রিমান্ডে ঝুলন্ত হয়, হত্যার আসামী ভীষণ।।
রাজপুত্র এক সুঠাম উষ্ণ যুবক
প্রবাসে যাপেন জীবন প্রণয়িনী নীলনয়না কুসুম পুণম
কতকথা আসে কানে ত্যাজিলাম শোনা
বিরাশী যুবক হয়, রাজপুত্র ব্যাধে মনা!
শফিক, সাংবাদিক বটে খালেদার থলে
রাজার জুজুর দলে টেনে নেয় মলে
জনতা ব্যাকুল হয় মনে জাগে উকি
বিচার রাজার দেশে কোথা পাবে, এটাই এখন একমাত্র ঝুঁকি?
পালে পালে সাংবাদিক ঘরে ঘরে মরে
হবু রাজার দেশে, জীবন, থরে থরে ঝরে।।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ৩:১৪