হবুর দেশের আইন
লিখা আছে গঠনতন্ত্রে মস্ত মস্ত লাইন
দিনে রাতে দেশের মানুষ, ঝিমায় যত্র-তত্র
লিখছে সারা, কেতন জুড়ে, লক্ষ লক্ষ মন্ত্র;
লিখছে যারা ব'কলম, পড়ছে যারা অন্ধ
বলছে যারা মূক ও বধির, মনে অহং দ্বন্দ্ব;
শুনছে বধির অধীর হয়ে করছে লম্ফ ঝম্ফ
বুঝতে না পাই যুক্তি, লিখছে বাক্য খম্ভ;
তাই বলে কি এমনতর, জীবন নেয়াই দণ্ড?
আইন ত আছে পাতায় পাতায়, কে ধরে তার কণ্ঠ
বিচারপতির বক্তৃতাতেও মিলে রসের ভাণ্ড।।
পুলিশ ঘোরে দিবানিশি, র্যাব ঘোরে যে অহর্নীশি
জুজু ঘোরে মাসিপীষি, কোপায় ফিরে সর্বনাশী;
কেউ জানেনা কেমন করে মরছে রত্ন, আপন-দেশী
হবুর দেশের আইনটি কড়া, জীবন নেয়া পুণ্য-কাশী?
এক জীবনের বিনিময়ে হাজার জীবন দুর্বিনাশী!
আসিফ-রাজীব, দীপন-নিলয়, নাজিম-অনন্ত ব্লগার কুল
সানি-শফি, অভি-ওয়াসিক, লিখছে বিষয় তত্ত্ব মূল;
মুক্ত কথার সুযোগ নিয়ে যেথায় তারা হানছে শূল
এমন শুলের কষ্ট থেকে খাচ্ছে জাতি মস্ত দোল;
তাই বলে যে জীবন নেবে এমন বিধান কোথায় ন-জুল
যারাই হন্তক, ঘৃণ্য তারা, করছে তারা ভীষণ ভুল;
জীবন দেয়ার মালিক যিনি নেবার মালিক সেই রাব্বুল;
এরাও মানুষ, তাদের প্রাণের মূল্য ভীষণ, কর্ম দেবে ফুল!
মরছে যখন বিশ্ব জুড়ে বইছে পবন কাঁদছে কূল
গগন জুড়ে মরণ ব্যাধির বিশাল থাবা ধরছে নূল;
আইনে আছে অনেক কথা, লাগলে বিষম ঝুল
বিচারপতি হিসেব আঁকেন লক্ষ লক্ষ খুন!!
এই ত হবুর দেশ!
আইন ত আছে বেশ, আইন পেতে চাই মস্ত কোন খেশ
না হয় বিপুল অর্থ বিত্ত, দৈন্য দশা, মূল্যবোধের রেশ
আর যদি থাকে দলীয় কোন পরিচিতির শেষ
নিদেন পক্ষে শরীর মোটা, অস্ত্র ধারীর লেশ!!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭