এতো ডাকি শুনছো না কেনো?
তুমি কি ঘুমিয়ে পড়েছ!
আচ্ছা, তুমি কি স্বপ্ন দেখ,
তোমার স্বপ্নে আমিও থাকি?
আমি সবসময় তোমার আশেপাশে থাকি
তুমি কি আমাকে অনুভব করোনা!
এইতো আমি দেখছি তোমাকে
তুমি পড়ছো আমার লেখা চিঠিগুলো
খোলাচুল মুখের দু'পাশে ছড়িয়ে
সত্যি, তুমি এখনো অনেক সুন্দর
মনেমনে আমাকে পাগল বলছো!
আজ আমি তোমার চোখে চোখ রেখেছি
দেখ আমার চোখে, কাঁদছো কেন?
আকাশের দিকে তাকাও
দেখ মেঘ সূর্যটাকে আরাল করে রেখেছে
মেঘ সরে গেলে আমি আলো হয়ে আসবো তোমার কাছে
তোমাকে স্পর্শ করবো
তুমি দু'চোখ বন্ধ করে অনুভব করবে।
তোমার মন খারাপ আর আমার আকাশে মেঘের ঘনঘটা
যেন আমার পৃথিবীতে সূর্যের আলো কখনো পড়েনি
যেন আমি সৌরমণ্ডলের বাহিরে অবস্থান করছি
তোমার প্রতিটা অশ্রুফোটা আমার আকাশে বৃষ্টি হয়ে ঝড়ে
আর আমি ভিজি সেই বৃষ্টিতে
কেন? কেন ভিজি এই প্রশ্ন তাইতো!
তোমাকে স্পর্শ করার অতৃপ্ত অনুভূতিগুলো পূর্ণ করার জন্য ভিজি।
সেইদিন তুমি বলেছিলে এখন আমি সারারাত কি করি
রাত জাগতে পারতাম না বলে,
তুৃমি আমাকে রাত জাগা শিখিয়েছিল তাই না!
দেখ আমি প্রতিরাত জেগে থাকি
মিটমিট করে জ্বলা জোনাকির আলোয়।