আয়তনয়না রমনী উঁকি দিয়েছে মনের জানালায়
সেই থেকে এ জানালায় উদাসী হাওয়া বয়।
কবে যেন দেখেছিলাম তাকে তিস্তার বাকে
খোলা চুলে হাওয়া লাগিয়েছিল মনে
তারপর কত দিন, কত রাত কাটিয়েছি তিস্তার পারে।
আবার দেখা মিলে চাঁদনি রাতে
বেলকুনিতে দাড়িয়ে রাতের গন্ধ শুকতে
তারপর কত দিন,কত রাত পার করি বেলকুনির পাশে।
হঠাৎ একদিন গোধূলীর আলোতে বেলকুনিতে দেখা মিলে,
ত্নীক্ষ দৃষ্টিতে আমাকে দেখে মুচকি হাসি হাসে
এই হয়ে গেল হৃদয়লুন্ঠন, বুঝতে পারিনি
যখন বুঝেছি তখনি ভেবেছি যাদুকর হব।
মানুষ বশীকরণের যাদুকর!
বশ করব হৃদয়হরনকারীকে
ঘর বাঁধবো তিস্তা পারে,
যে ঘরে দুটো প্রাণ একটি শরীরে থাকবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২