যারা গবেষক, গবেষণা কাজের সাথে জড়িত অথবা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষক বা ভবিষ্যতে পিএচডি করার ইচ্ছা রাখেন, বাইরে পড়াশুনা করতে চান অথবা একাডেমিশিয়ান হিসেবে ক্যারিয়ার এগিয়ে নিতে চান তারা অবশ্যই গবেষণা পত্র প্রকাশের বিষয়টি সম্পর্কে জানেন।
একটি ভালো জার্নালে আপনার মৌলিক গবেষণা বা রিভিউ ওর্ক পাবলিশ করা মুখের কথা নয়। আর সবচেয়ে বড় কথা আপনি প্রথমেই নিজের চেষ্টায় একটি হাই র্যাংকড, ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে এমন বা রেপুটেশন ভালো এমন জার্নালে আপনার কাজ হয়ত প্রকাশ করতে পারবেন না। এক্ষেত্রে অনেককেই দেখেছি ইন্ডিয়ান বিভিন্ন জার্নালে পেপার সাবমিট করতে।
ইন্ডিয়ান জার্নালগুলোর মান নিয়ে আমি কিছু বলছিনা। ওপেন অ্যাক্সেস সুবিধা দেয়ায় এই জার্নালগুলো বেশ চড়া প্রসেসিং ফী চার্জ করে থাকে। ক্ষেত্র বিশেষে এই চার্জ ৪০ ইউএসডি থেকে ২০০ ইউএসডি [বেশি] হতে পারে। আফ্রিকার কিছু জার্নাল ৪০০-৬০০ ই্উএসডি চার্জ করে।
তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে জার্নাল বা একাডেমিক পাবলিশিং এ ইন্ডিয়া একটি বাজার সৃষ্টি করেছে; তাদের আক্ষরিক অর্থেই রয়েছে হাজার হাজার জার্নাল।
বাংলাদেশের একটি জার্নালের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যেটি ফার্মাসিউটিক্যাল ও হেলথ সায়েন্স রিলিটেড গবেষণা পত্র প্রকাশ করে থাকে-
International Current Pharmaceutical Journal
এই জার্নালটি ওপেন এক্সেস হওয়ায় কিছু চার্জ করে থাকে (১৫০০ বিডিটি, বাংলাদেশের অথরদের জন্য)। জার্নালটি দেখতে পারেন। আপনি আপনার গবেষণা কর্ম এখানে প্রকাশ করতে পারেন। এটি একটি মান্থলি পীর রিভিউড অনলাইন জার্নাল। এডিটরিয়াল রেসপন্স বেশ দ্রুত।
ফেসবুক পেজঃ আইসিপিজে
আরেকটি জার্নালের খোঁজ দিচ্ছি। এটি বাই এনুয়াল। এখানে প্রকাশনা ফি নেই। এবং এটি শুধু অনলাইনে এভেইলেবল নয়, এটির প্রিন্ট ভারশনও বের হয় নিয়মিত।
Stamford Journal of Pharmaceutical Sciences
দুটো জার্নালই মুলত ফার্মাসিউটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণা ও রিভিউ আর্টিকেল প্রকাশ করে থাকে। তবে সেই সাথে পাবলিক হেল্থ ও স্বাস্থ বিষয়ক অন্যান্য গবেষণাও এডিটরিয়াল বোর্ডের স্বীদ্ধান্ত সাপেক্ষে প্রকাশিত হয়।