প্রিয় ব্লগার ভাইয়েরা সালাম / নমস্তে।
কারো পোষ্টে মন্তব্য করার অধিকার আমার হয় নাই। তাই আফসোস লাগে। প্রায়ই উপকার নিতে থাকি কিন্তু দিতে পারি না। তথাপি একজনের সাহায্যের অনুরোধ দেখে ইহা লিখলাম।
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
১। নিকটস্থ / পরিচিত / যে কোন থানায় জিডি করুন।
২। নিকটস্থ/ যে কোন থানা/জেলা নির্বাচন অফিস থেকে হারানো ফরম বিনামূল্যে সংগ্রহ করে পুরণ করে জিডি এর কপি, পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করুন।
৩। ঢাকার বাসিন্দা হলে সরাসরি আগারগাও ইসলামী ফাউন্ডেশন ভবনের সাত তলায় চলে যান। অনেক ভাই বসে আছেন আপনাকে সহযোগীতা করার জন্য।
৪। ঢাকার বাইরের হলে মুশকিল: যে কোন ভাবে উক্ত কাগজ তিনটি আপনাকে নিজ দায়িত্বে ঢাকার উক্ত অফিসে পৌছাতে হবে। নিজে সম্ভব নাহলে জেলা বা উপজেলা নির্বাচন অফিসের কাউকে ম্যানেজ করতে হবে তাদের প্রতি সপ্তাহে ঢাকায় যাওয়া আসা লাগে। ঢাকার কোন বন্ধু কে কষ্ট দিতে পারেন।
আমি অনেক দুরে তাই ক্ষমা চাচ্ছি।
উপরোক্ত প্রক্রিয়া অনুসরণ করা হলে আপনাকে একটি স্লিপ দিবে এতে ডেলিভারি সময় উল্লেখ থাকবে।
আশাকরি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ।