রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে ‘হিন্দুমন্ত্রী’ বলে উল্লেখ করেছে আওয়ামী ওলামা লীগের নেতারা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সাতক্ষীরার ঘটনায় রেলমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ওলামা লীগের নেতারা।
আওয়ামী ওলামা লীগের সিনিয়র সহসভাপতি ও জাতীয় কুরআন শিক্ষা মিশনের সভাপতি লায়ন মাওলানা মুহম্মদ আবু বকর ছিদ্দীক লিখিত বক্তব্যে বলেন, “সাতক্ষীরার ঘটনা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারের বিষয়। কিন্তু এ ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এতে তিনি ঘোর সাম্প্রাদায়িক প্রমাণিত হলেন।”
তিনি বলেন, “পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি চলছে সেটাও তিনি বক্তব্যের মাধ্যমে অস্বীকার করলেন। তিনি রেলমন্ত্রী না হয়ে হিন্দু মন্ত্রী হতে চান।”
স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জের ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশিত নাটকে মহানবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে এই অভিযোগ তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় আর এক ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার এবং সংসদকে এ ব্যাপারে অবহিত করার আহবানসহ বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
লিন্ক