শুধু পাতা দুই, ছিলো মোর ভুঁই, সামহয়্যারইনে-
ছাগু কহিলেন, বুঝিছ ফলেন, ব্লগের দখল লইব কিনে।
কহিলাম আমি, এহেন ছাগলামি না করিলেই কি নয়?
শূন্য এই মাঠে, তুমি একা বটে, তোমারই তো সুসময়।
শুনি ছাগু কহে, ঝরা- জানো তো হে, করিয়াছি আমি পণ,
সামহয়্যারইন, করিব স্বাধীন, ভাড়া করিয়াছি লোকজন।
যত মুক্তমনা, নাস্তিক-জনা, করিব সবারে চিরতরে আউট,
ব্লগখানি জুড়ে, থাকিবে খালি ঘিরে, রাজাকার, ছাগু, টাউট।
বহুদিন ধরে, বহু প্ল্যান করে, বানাইয়াছি মোরা মডুরাম,
বাক-স্বাধীনতা, ফালতু কথা, চালাইবো কাঁচি অবিরাম।
হে ছাগুরাজ, সামহয়্যারে আজ, করিলে আমায় পরবাসী,
ব্লগ জুড়ে তুমি, করিছ ছাগলামি, খুলিছ নিক রাশি রাশি।
এই ব্লগে হায়, মডুরাম ভাই, করে যাহা তার মনে লয়,
করিব তোরে ব্যান, দিতে আসিস জ্ঞান, রাগিয়া সুফী কয়।
বহুদিন পরে, আজি এই ভোরে, মন করিলে বড় আনচান,
আসিলাম ফিরে, হারানো সে ঘরে, সামহয়্যার যার নাম।
হঠাত শুনিলাম, হুংকারে মডুরাম, সব ডিস্টার্বিং এলিমেন্টস,
আমরাই হাগিব, আমরাই মুতিব, ব্লগে খুলিয়া শর্টস-প্যান্টস।
দূর হয়ে যা, ওরে হতভাগা, ভেকধারী এলিট ব্লগার
এই ব্লগ ভরি, থাকিবে বাহারী, ছাগলের ম্যাতকার।
আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই বুঝি হলো হাল-
তুমি ছাগুরাম সাধু হলে আজ, আর আমি হনু বাল-ছাল।
কৃতজ্ঞতা : রবি ঠাকুর , দুই বিঘা জমি
*** জনগনের দাবীতে আপডেট ভার্সন।