পাশের বাড়ীর কুকুরের তিনটা বাচ্চা হলো পরে অনেকে দেখতে গেল।বাচ্চা দেখে ফিরে আসার পরে জনৈক ব্যক্তি 'ক','খ' আর 'গ' কে প্রশ্ন করলো কে কি দেখে আসলো। একই প্রশ্নের উত্তর তিন রকম আসলো.....
'ক' বললো -"চারটা সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা হয়েছে"
'খ' বললো -"চারটা কুকুরের বাচ্চার মধ্যে দুইটার গায়ের রং সাদা-কালোর মিক্সড আর বাকি দুইটা সাদা-বাদামীর মিক্সড"
শেষে 'গ' বললো -" দুইটা বাচ্চা ছেলে আর দুইটা বাচ্চা মেয়ে তবে ছেলে কুকুর বাচ্চার কানে দাগ আছে"
--------------------------------------------------------------------------এবার দু:খের কথা বলি। নিজের জন্মদিনেও এত আনন্দ পেতাম না যতটা না ব্লগ-বার্থডেতে আনন্দ লাগত। ব্লগে এসে দেখি পাঁচবছরের বুড়ি হয়ে বসে আছি। সেই সকাল থেকে লগ ইন হয়ে বসে আছি ভিজিটর লিস্টে প্রথম হলেই স্কীনশর্ট নিয়া পোস্ট দিবো। একবার দেখলাম তৃতীয় হইলাম,কি জানি একটা কাজে অন্য ডেস্কে গেলাম ফিরে এসে দেখি সপ্তম হয়ে বসে আছি সকাল থেকে এভাবে বসে থাকতে দেখে পাশ থেকে
একজন বললো-"আজাইরা কাম"
দ্বিতীয় একজন বললো-"হুরর,মন দিয়া কাজ করেন"
আরেকজন বললো-"সারাদিন বসে থাকেন ,একবার না একবার প্রথম হবেন-ই"
সবশেষে আমি মনে মনে বলি-"সারাবছর পোস্ট না লিখলে ও ব্লগে নিজের বর্ষপূর্তিতে সবাইরে জানান দিয়ে পোস্ট লিখে কত মজা পাই তারা বুঝবেনা"
একেকজনের বিবেচনাবোধ একেকরকম। কারো কাছে ব্লগটা টাইমপাসের,কারো কাছে আজাইরা কাজ কিন্তু আমার কাছে ব্লগটাকে বিনোদনের অন্যতম মাধ্যম মনে হয়। এই মায়া আর ভালোবাসা নিয়েই ব্লগিং করে গেছি। ব্যস্ততার জন্য আজ আর ঐভাবে ব্লগে আসা হয়না,কিন্তু সামুর জন্য ভালোবাসা আগের মতই অটুট আছে এটা অনস্বীকার্য!