আমি সেই মহাকাল থেকে পথের
ধারে দাঁড়িয়ে আছি তুমি আসবে বলে,
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কিভাবে চিল মেঘ
হয়ে যায়।
টিপ টিপ বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে গড়ে ফেলে সিন্ধু
সম,
ধরিত্রীর অদৃশ্য সন্তান মাথা তুলে হয়ে যায় কিছু
লতা,
কিছু ঘাস, কিছু বিরাট বিরাট বৃক্ষ ।
আমার পথের দুপাশে জন্ম নেয় মায়ায় ভরা ঘন
শ্যামল কানন।
সেখান থেকে ভেসে আসে দোয়েলের সুর কোকিলের
গান,
হাজার পাখির মন মাতানো কিচির মিচির সুর।
সেই সুর, সেই গান থেমে পথের
ধুলো উড়িয়ে আসে কলের গাড়ি।
পথের ধুলো আর ইট পাথরে লোহার খাঁচায়
গড়ে তোলে রাজ-প্রাসাদ।
জন্ম নেয় নতুন সভ্যতা, নতুন ইতিহাস, নতুন সুরের
কোলাহল।
কোলাহল বাড়ে শুধু আমি নিশ্চল এখনও তোমার
প্রতীক্ষায়।।