ডন জন
আইএমডিবি রেটিং: ৬.৭ । (২০১৩)
অভিনয়ঃ Joseph Gordon-Levitt, Scarlett Johansson, Julianne Moore
পরিচালকঃ Joseph Gordon-Levitt
লেখকঃJoseph Gordon-Levitt
একটা মজার ব্যাপার হলো এতে লেভিট নিজেই মুভিটা লিখেছেন , পরিচালনা করেছেন সেই সাথে অনবদ্য অভিন য় (জানিনা উনার নিজেই কাহিনী কিনা ) ।
বিষয় বস্তু খুবই স্বাভাবিক কিন্তু যা প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় । বিশেষ করে যারা অনলাইনে সময় কাটান তাদের ক্ষেত্রে অনেক বেশি জরুরী একটা মেসেজ পাবেন মুভিটি থেকে ।
বাস্তব জীবনে মাস্টারবেট করেন নি এরকম মানুষ আছে বলে মনে হয় না । কিন্তু কিছু মানুষ আছে যারা মাত্রারিক্ত মাস্টারবেট করে থাকেন যা মূলত বেশির ভাগ হয় পর্ণ দেখে তারই আদলে এই জন ডন ।
এবার আসি ডন জন এর কাহিনীতে । পরিচালক বা অভিনেতা অক্লান্ত পরিশ্রম ও নিখুত ভাবে যুব সমাজের মানুষিকতা বা সহপাঠীর কাছ থেকে কি আশা করে এবং নিজস্ব স্বকীয়তা বজার রাখতে গিয়ে একটা মানুষ কি সমস্যায় পড়তে পারে তা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ।
মুভিটিতে ৩ টি কেন্দ্রীয় চরিত্র রয়েছে । ডন জনের ভূমিকায় লেভিট তার গার্লফ্রেন্ড এর
ভূমিকায় আছেন স্কারলেট জোহান্সন । আর লেভিট এর সহপাঠী চরিত্রে অভিনয় করেছেন মৌরি ।
লেভিট আমার আপনার মতই একজন পর্ণ এডিক্টেড যার প্রতিটি সময় কাটে ভিবিন্ন সাইটের নতুন নতুন আইটেম কালেক্ট করে দেখা । আর প্রতিদিন কোন না কোন নতুন মেট এর সাথে রাত কাটানো যা তার মনোভুত হয়না । তার কাছে পর্ণ সাইটের আইটেম রা যতটা নান্দনিক কিন্তু তার মেট রা ততটাই অনিমেয় । আর এই সমস্যা নিয়েই এগিয়ে চলা সামনের দিকে ।
স্কার্লেট এর সাথে তার প্রথম দেখাটা একটা পার্টিতে । দেখা মাত্রই লেভিট এর চিরাচরিত পার্ণসাইটের আইটেম এর সাথে তুলনা শুরু (যা প্রতিটি ছেলে মনের অজান্তে করে থাকে ) ।প্রথম দেখাতে লেভিট স্কার্লেট এর সাথে প্রনয় এ জড়িয়ে পড়ে কিন্তু তা বেশিক্ষন
স্থায়ী হয়নি কারণ স্কার্লেট এর চিন্তাটা একটু আলাদা ছিলো । তারা রিলেশানশীপে যাওয়ার পরেই ঘটে বিপত্তি ।
স্কার্লেট অনেক বার লেভিট কে নিষেধ করেছিলো পর্ণ না দেখার জন্য কিন্তু লেভিট তার অভ্যাস পরিবর্তন করতে পারেনি । কেন সে পারেনি এটাই ডিজিস। আর এই ডিজিস এর মেসেজ টুকু দেওয়ার জন্য এই মুভিটির অবতারণা ।
এই লুক টা ছিলো অস্থির
বাকীটা নিজেরাই দেখুন হয়ত কাহিনীটি আপনারই ।
আমার কাছে মুভিটি অসাধারণ লেগেছে আমি ১০ এ ৯ দিবো । এর কারণ টা আপনি দেখলেই বুঝতে পারবেন (যদি আপনি মেসেজ টা নিতে পারেন ) ।