আমি চাইনি কখনো তুমি কাঁদবে।
অন্তপুরে তীব্র ব্যাকুলতা নিয়ে;
আজ এই উন্মাদ উদাসী বেলা ,
আমি জাগি, ঘুম ভাঙ্গানিয়া চোখে,
তুমি আমায় বাঁধলে মোহ ধ্যানে !!
কত সহজে তুমি প্রবচন গড়ে তোলো মনে
যখন হেসে উঠো ; চকিত হই অবলীলায় !!
হয়ে যাই গুম তোমার ভালবাসার মোহনায় !
যেখানে তোমার আকাশ নীল ;
আমি আসবো সাদা মেঘ হয়ে।
নির্বাক নয়নে তাকিয়ে হয়ত ভাববে অযাচিত কিছু ,
না হয় একটু নস্টালজিক
পবিত্র হবো স্নিগ্ধ জল রাশি তে !
অধর ,চিবুক বেঁয়ে কামনায় শিহরিত হবো;
শিরায় শিরায় হয়ত আরেকটু নস্টালজিক হবো!!
না হয় আরো একটু শিহরীত হবো তোমার উষ্ণতায় !
উৎসর্গঃ "কান্ডারি অথর্ব" ভাইকে ।