হেলিকপ্টার ধংস হল। একজন মানুষ মারা গেল আর সাথে কয়েকজন আহত। কিন্তু পত্রিকায় হেডলাইন আসল ক্রিকেটার বেচে গেছ, যে কিনা দূর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিলই না। আমাদের জীবনের মূল্য কত কম, তাই না? মারা গেলে তার জন্য কোন শোক নাই, আনন্দ শুধু একজন বেঁচে গেল তার জন্য।
ওই হেলিকপ্টার যদি কোন লোকালয়ে পড়ত, অনেক মানুষের ক্ষয় ক্ষতি হত। তাহলেও আমরা এই হা-হুতাস করতাম তাই না? আমি বলছি না কে বড় কে ছোট। কিন্তু পত্রিকার হেডলাইন এমন কেন? একজন মানুষ মারা গেল আর আমরা বলছি "যাক আমাদের সোনার টুকরোত বেঁচে গেল, সে হেলিকপ্টারে ছিলনা।"
যেই ছেলেটার বাবা আজকে মারা গেল কিংবা যেই মায়ের সন্তান তাকে ছেড়ে চলে গেল, তারা আজকে অবাক হয়ে জাতির এই রসিকতা দেখছে পত্রিকায়। তাদের পরিবারের একজন নেই, কিন্ত দেশের মানুষের তাতে শোক নেই। কেউ তাদের চোখের পানি দেখছে না। দেখছে অন্য একজনের বেচে থাকার আনন্দ। আমরা কি ভয়ানক!! তাই না? আর কি ভয়াবহ আমাদের রসিকতা।