৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট আমাদের। ব্যাংকের স্ট্যাপল করা পিন সহ এক হাজার টাকার একশ পিসের একটা বান্ডেলের ওজন কমবেশী ১০০ গ্রাম। অর্থাৎ দশ লাখ টাকার ওজন প্রায় ১ কেজি । একহাজার কেজিতে হয় এক টন। সে হিসাবে এবারকার বাজেটের ওজন ৩ কোটি ৪০ লাখ ৬ হাজার ৫০টন।
সহজলভ্য বড় কার্গো-শীপগুলো যা প্রায় লাখ-খানেক টন বহন করতে পারে; এমন ৩৪টা জাহাজ লাগবে বহন করতে। চট্টগ্রাম পোর্ট থেকে এই টাকার বান্ডেলগুলো খালাস করতে ছয় মাস লেগে যাবার কথা।
সেকেন্ডে যদি একলক্ষ টাকা হিসেব করা হয় তবে, বাজেটের টাকা গুনে নিতে অর্থমন্ত্রীর এক বছরের বেশী সময় লাগবে।
এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতো বড়ো বাজেট আর আমরা দেশ হিসাবে কতো ধনী হইছি?
বলেন সুবহানাল্লাহ!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ সকাল ৮:৩৮