সেই কবে থেকে হাটু গেড়ে বসে আছি,
কোন সুন্দরীতমার হাসি
কিংবা
লাস্যময়ীর স্লিভলেজ জামা দেখার জন্যে নয়,
পাহাড়ের কোণে অথবা কুড়েঘরে ফাঁকে
এক টুকরো আলোয়
ঈশ্বরের কৃপার আশায়।
আমি বড় ক্ষুধার্ত কিছু অপাংক্তেয় প্রশ্নের
উত্তরের জিঘাংসায়।
কতটা ক্রোধে পুড়ে অমানুষ বানিয়ে
এখানে পাঠানো হয়েছে
সেই উত্তরের আশায়।
আমি লাশ হলেও ঈশ্বর নীরব হয়ে থাকে
আমি যখন প্রচন্ড জাত্যাভিমানী
তখনো ঈশ্বর নিরুত্তাপ থাকে।
আমি কিছু জানার আশায়
হয়তো আমার পূর্বপুরুষরা,আমিই হয়তো
দ্রাঘিমাংশ,অক্ষাংশ,বরফের স্তুপ
মরুভূমি বালু ঝড়,
জঙ্গলের কোণে পড়ে থাকা পশু হয়ে
উত্তরের আশায়
দিন গুনছি,
কতটা অমানুষ বানিয়ে আমাকে এখানে
পাঠানো হলো,
স্বর্গের এক নারকীয় আশায়...