তোমার জন্যে কেউ কবিতা লেখেনা
বাংলাদেশ।
তোমার জন্যে ভালবাসার জমিন বুনে না কেউ
বাংলাদেশ।
তোমাকে রক্তাক্ত করে অবিরত,
লুন্ঠন চলে রেইল স্টেশনে জ্বলা
বৃটিশ আমলের লন্ঠনের মতো,
কেউ ভাবে চলুক,কেউ ভাবে লুট হোক;
কেউ আরশোলা দেখিয়ে বলে
এই দেখ অ্যাঞ্জেল,এই দেখ শ্বাশত বাণী।
এইভাবে চলে,
ঘুমের ঘোরে ভালবাসার বেচা কিনি,
ইথারে মুখ ভর্তি গালি,মুখ ভর্তি থুথু;
তোমার জন্যে কেউ বুনে না আর
শক্ত বুনিয়াদ,
যা দেখে,যা ধরে আগামীরা বলবে
আমি ভালবাসি এই দেশ,
এইখানে লুট চলে অবিরত,
কেউ বলে হবে না,
কেউ বলে চলুক,এইটাই ভালো,
একদল পাষন্ড,একদল ভন্ড
স্বপ্নের তাবিজ বেচে দিন রাত;
তোমার জন্যে কেউ কবিতা লেখে না
বাংলাদেশ।
তোমার জন্যে ভালবাসার জমিন বুনে না কেউ
বাংলাদেশ।