স্বাধীনতার মানে বোঝানোর ক্লাস চলছে
এখন যত্রতত্র ।
বাণী চিরন্তনও আউড়ানো হচ্ছে,
রাশভারী লজিকও দাঁড় করানো হচ্ছে।
স্বাধীনতা!! ফ্রিডম!!!!
বলা হচ্ছে,
গলা ছেড়ে,
চুপ থাক হারামজাদা।
চুপ থাক হারামজাদা!
এই পথে চল,
এইভাবে ন্যুজ হয়ে পড়ে থাক,
নো প্রটেস্ট,নো আর্গুমেন্ট;
এইটাই স্বাধীনতা।
স্বাধীনতা বোঝানো হচ্ছে,
বু্দ্ধিজীবিদেরও ভীড় বাড়ছে,
টাকাও উড়ছে;
জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে
বিকলাংগদের ভিক্ষাও বাড়ছে।
সব-ই স্বাধীনতা।।
স্বাধীনতা চলছে এই ব-দ্বীপে
অশীতিপরের মতো,
দেহ আছে,প্রাণ নেই;
প্রাণ থাকলেও কারো
মায়া নেই;
মায়া থাকলেও বাঁচার পথ নেই।
স্বাধীনতা চলছে সর্বত্র।
কিচিরমিচির শব্দে,
হাইড্রলিক হর্ণেও স্বাধীনতা।
যৌবন সর্বস্ব বয়োবৃদ্ধও কাম তাপে..........
থাক,এইটাও স্বাধীনতা ।
স্বাধীনতার মানে বোঝা হয়ে গেছে আমার;
বলা হবে একটা,
লুট হবে সবটা;
ধর্ম হবে সেল্যুকাস,
চোরদের সাথে থাকলেও বলতে হবে,
“হেই ম্যান! ইউ লুকিং গর্জিয়াস!!”
স্বাধীনতা!
লাল সবুজের টি-শার্ট
আর
দেয়ালে সাঁটানো সাদাকালো
৭১’র পোস্টার,
এইটাই স্বাধীনতা।