সাদাত!তোদের আমি চিনি না,
তোদের লেখাও পড়িনাই,
তোদের দেখিও নাই,
ওরা তোদের নাস্তিক কিংবা দালাল বলে গালি দিয়ে
নিজেদের জারজত্ব প্রকাশ করতে পারে,
আমি অন্ধ হয়ে গেছি তোদের প্রেমে,
তোদের দেশপ্রেমে বিশ্বাস রাখতে চাই,
তোদের বুকের ভিতর বাংলাদেশ,
তোদের পায়ের আওয়াজে দূর হোক জারজ,
বুকের ভিতর বাংলাদেশ,
তোদের কেউ কেউ গালি দিচ্ছে নাস্তিক বলে
কেউ বলে দিচ্ছে দালাল আখ্যা,
কেউ কর্পো ব্যবসা চালাচ্ছে,
কেউ পা চাটছে তাদের,যাদের আছে পলিটিক্সের হেডাম,
কেউ ধর্মটাকে সামনে এনে সিল মেরে দিচ্ছে
ঢাল তলোয়ার দিয়ে,
সাদাত!তোদের আমি চিনি না,
তোদের মতো সাহসীও ছিলাম না
এমন যৌবনে,
এমন জীবনে
ভাবিওনি
এমনভাবে
বুকের ভিতর বাংলাদেশ লালন হয়।
কেউ হয়তো আমাকেও গালি দিচ্ছে,
কেউ হয়তো নকশাই এঁকে ফেলছে
পরবর্তী লাশ পড়বে কার,
তাতে যায় আসে না কিচ্ছু,
বুকের ভিতর বাংলাদেশ
বুকের ভিতর জননীর আদেশ,
কেউ হয়তো চারপাশ
ভেবে বলবে এখন সাবাশ।
আমি সংহতি জানাই না
এমন মৃত্য লড়াইকে,
আমিও হয়তো
হ্যা,আমিও হয়তো মরবো এমন ভাবে....