একটা হিমাগার চাই যশোরে
ফুলচাষীদের বাঁচাতে,
একটা হিমাগার চাই নড়াইলে
রক্তপানি করা টমেটোচাষীর জন্যে
যারা শস্য ফেলে দিচ্ছেন রাস্তায়
আগুন হায়েনার থাবাতে।
একটা হিমাগার চাই হাতিয়ায়
বঙ্গোপসাগরে জীবনবাজি রেখে
যারা ন্যায্য দামের অভাবে
মহাজনের কাছে দিয়ে দিচ্ছেন সব।
হায় দেশ!
একটা হিমাগার তুমি দাও,
হায় ঈশ্বর !
তোমার কাছেও একটা হিমাগার চাই
এই শহরে,
আমরা তাদের হিম করে রেখে দিব
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
যার হিম করে দিয়েছে আমাদের সব।