সবাই তাকিয়ে আছে তোমার দিকে
আমার পূর্ব পুরুষ
আমার প্রজন্ম,প্রবাসী বয়োবৃদ্ধ যে কিনা চিলে কোঠায় দাঁড়িয়ে
চোখের এক কোণে এক টুকরো স্বদেশ দ্যাখে।
সবাই তাকিয়ে আছে তোমার দিকে
আমার প্রেয়সী,ছবির মতো আমিও,
আমার চুপসে যাওয়া বন্ধু মহল,
আমার পাশে কুলি মজুর,যে কিনা
দিনের আলোয় অন্ন খুঁজে
শরীর বেচে।
সবাই তাকিয়ে আছে তোমার দিকে,
দুর্বাঘাস,ভাঙ্গা মন্দির,
দুর্জনদের স্বার্থ লাভে বাঙ্গালি লাশ,
আট বছরের শিশুর কান্নাভেজা মুখ,যে কিনা
পিতার ডাক শুনবে না আর।
ঈশ্বর!নেমে এসো,
আমিও তাকিয়ে আছি,
আমিও নির্লিপ্ত,লোভী হয়ে,
তাকিয়ে আকাশ দেখি,
তুমি আসবে,তুমি আসবে,
এমন মর্ত্যালয়ে.....