আমি সাম্প্রতিককালে একটা লোকাল ব্যাংকে প্রোবেশনারী অফিসার হিসেবে যোগদান করেছি। আর তাই স্বাভাবিকভাবেই মা-বাবাও শুরু করে দিয়েছে কণে দেখা এখন সমস্যা হলো, আমি যেরকম স্ত্রী চাই, আমার মা-বাবার মতে এরকম কোন মেয়ে পাওয়া সম্ভব না। নিচে আমার চাহিদাগুলো কারন সহ ব্যাখ্যা করছি। যদি, কারো আমার কথাগুলো পছন্দ না হয়, তাহলে আমাকে বুঝিয়ে বলুন। আমি বোঝার চেষ্টা করবো, আর যদি একান্তই না মিলে, তাহলে সেজন্যে আমাদের মানসিকতার ব্যাবধান কে দায়ী করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
আমার রিকয়্যারমেন্টসঃ
১। মেয়েকে পাবলিক ভার্সিটিতে অধ্যয়নরতা কিংবা সদ্য স্নাতক শেষ করা হতে হবে। (ব্যাখ্যাঃ আমি মাত্র জবে ঢুকেছি, তাই প্রাইভেটে বৌ পড়ানোর সামর্থ্য নেই। তাছাড়া, আমি নিজেই পাললিকের প্রোডাক্ট, তাই ঘরের মেয়ের দিকেই আগ্রহ বেশি । আর যেহেতু আমি এখনো জবের পাশাপাশি ইভিনিং এ এমবিএ করছি, তাই বৌ স্টুডেন্ট হলে দুজনের বয়সে একটা ডিসেন্ট গ্যাপ রাখা সম্ভব)
২। মেয়ে পড়াশোনা শেষে প্রেফারেবলি জব করবে, তবে ছেলেমেয়েদের পর্যাপ্ত সময় দিতে পারবে এমন জব হতে হবে। (ব্যাখ্যাঃ আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, জব না করা মেয়েগুলো কদিন পর কেমন জানি ভেজিটেবল হয়ে যায়। তাই আমি বৌয়ের জব করায় আগ্রহী, প্লাস, একটা শিক্ষিত মেয়ে ঘরে বসে আছে, ভাবতেই যেন কেমন লাগে। আর হালকা জবের প্রসঙ্গ তুলেছি এই কারনে, যে, আমার বোনের বাচ্চা-দুটো যখন বোন ক্লাসে যাওয়ার সময় ক্কান্নাকাটি করতো, আমি সেদিন ফীল করেছি, আমার জীবনে আমার মার কতো অবদান। আমি চাইনা, আমার সন্তান কাজের বুয়ার কাছে মানুষ হোক।)
৩। তাকে হিজাব মেইন্টেন করতে হবে। (ব্যাখ্যাঃ সবার প্রতি সম্মান রেখেই বলছি, এখনকার যুগে ছেলেরা যেভাবে মেয়েদের চোখ দিয়ে ধর্ষন করে, তাতে ওদের চাহনী থেকে আমার স্ত্রীকে বাচানোর আর কোন উপায় নেই। আর আমি বিশ্বাস করি, মানুষের মেধা বিক্রিযোগ্য, তার শরীর নয়। তাই, আমি চাইনা, কেও আমার স্ত্রীর শরীর দেখে তাকে জবে নিক; আমি চাই সবাই যেনো তার কাজ এবং মেধাকে সম্মান দিতে শিখে। হিজাব পড়লে, মেয়েরা সহজেই অফিসে তার যোগ্যতা দিয়েই (যদি থাকে) সম্মান আদায় করতে পারে, নচেৎ ছেলেদের মতোই ইকোয়ালী ট্রিটমেন্ট পাবে।)
এখন সকল আপু এবং ভাইয়ারা (যারা বিবাহিত) আপনাদের কি মনে হয়? আমার চাহিদা কি খুব বেশি? এমন মেয়ে কি পাওয়া আসলেই সম্ভব নয়? কিংবা আমার চাওয়ার মাঝে কি আসলেই কোন ভুল আছে? ঃ(
প্লিজ গালাগালি না করে, ভদ্রভাষায় আমাকে বোঝালে কৃতজ্ঞ থাকবো। সবাইকে শুভরাত্রি!