চারদলীয় জোটঃ মেয়র খোকা (চোর)
মহাজোটঃ দিপু (বাদল খানের ছেলে; সন্ত্রাস, লুইচ্চা )
বিকল্পধারাঃ ডঃ বি চৌধুরী (খায় ও না, দেয় ও না)
এইটা তো খোকার কেনা আসন (শেখ হাসিনা ৯১ এ এখানে খোকার কাছে হেরেছেন)। সাবেক মেয়র হানিফের ছেলে খোকন দাড়ালে খোকার সাথে প্রতিদন্দ্বিতা করতে পারতো (শেষবার ১১২,০০০-৯২০০০ ভোটে হেরেছিলো )। কিন্তু দিপু'র ইমেজ মাসাল্লাহ এমন যে, অনেক লীগ সমর্থক ওকে ভোট দেবে না।
চৌধুরী সাহেব ওদের চাইতে ভাল হলেও, লাভ নাই, তাকে প্রতিদন্দ্বিতা করতে হবে "না ভোট" এর সাথে।
প্রথমে ভাবছিলাম "না ভোট" দেবো, কিন্তু এখন মনে হইতাছে কাউকে দেয়া উচিত (হাসিনা ই পারে না, "না ভোট" কেমন করে খোকার সাথে পারবো?), বুঝতাছি না কি করবো। জীবনের প্রথম ভোট বলে কথা!
এছাড়া, কার এলাকায় কি অবস্থা?
ভোট মোবারক!!!