আর ৩ ঘন্টা ১৯ মিনিট ৩৫ সেকেন্ড পরেই শুরু হবে মহাশূণ্যে ১৬৯৪ আলোকবর্ষ দূরবর্তী RL-9784ue5 নক্ষত্রপূন্জে হতে বিকিরিত ৯-ম মাত্রার বিশেষ সেই অবলালরশ্মির তৃতীয় তরঙ্গের প্রাইন্স্কয়ার কম্পণ । আগামী দিনের মধ্যাহ্নপর্যন্ত সময়টুকু হাতে রয়েছে । এর মধ্যে SF-ND-51 কে উচ্চমাত্রার কম্পন সম্পন্ন ধাতব তারের মাধ্যমে আয়নিত গ্যাসে প্রয়োজনীয় ঋণাত্মক চার্যে চার্যিত করে নিতে হবে । অনেক কাজ !!!
C-37 এর আকাশের কমলা রঙের মেঘাচ্ছন্নতা দেখার জন্য উৎসুক হয়ে আছি । জানিনা, সপ্তম মেরুতে হিমায়িত গ্যাস আবরণের বেগুনি আভার উজ্জ্বলতা এখনো আছে কিনা ! sf-4785 এর কথা ২৯ প্যাসোমিটার দুরত্বে না পৌছা পর্যন্ত আর ভাববো না ।
খুব ঝামেলা হবে স্কাউটশীপ কোয়ারেন্টাইনের সময়ে । C-37 এর পরিচালনা পরিষদের কাছে তথ্য রয়েছে পৃথিবীর দুষিত - নোংরা- জীবানুপরিপূর্ণ- ধোয়াচ্ছন্ন- ধুলিময়-তেজস্ক্রিয়-সীসাচ্ছন্ন-দুর্গন্ধময় আবহাওয়া সম্পর্কে । কতক্ষণে গ্রহাভ্যন্তরে প্রবেশের অনুমতি পাবো, বুঝতে পারছিনা ।
সামহয়ার-ইন ব্লগে আবার আসার সম্ভাবনা ১৯.৪৪ ভাগ । যদিও আসি, C-37 থেকে প্রয়োজনীয় নেটওয়ার্কিং করাটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাড়াবে ।স্জিকোতাফিয়োমিটার বলছে, এখানে ফিরে আসাটা মাত্র ৬.০৯৪৭ ভাগ গুরুত্ব বহন করে ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২১