কোন এক বিকালে ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবে জন্ম হয় ভালোবাসার. সব কিছুর উত্থান-পতনের মতো সেখানেও একই অবস্থা. তবে, ভালোবাসাটা থেকেই যায়. বলছিলাম- সামু'র ব্লগিং শুরু করার কথা. নানা জায়গার পানি গড়িয়ে নানা স্থানে গিয়েছে, টিকটিকির মতো আমিও টিকে আছি বলা যায়. কতটুকু আছি তার প্রশ্ন থাকতেই পারে. দেশের বাইরে আসার পর ইচ্ছার পরও অনেক কারণে সময় দেয়া যায়নি. আজ ব্লগে ঢুকে দেখি ১০ বছর চলে গেছে. দশ-টি ব-ছ-র. অনেক সময় অবশ্যই.
অনেক দিন ধরে ব্লগে আসাও হয় না. মাঝে মাঝে অফলাইনে পড়ি অবশ্য, তবে সেটাও গত কয়েক বছরে ছিল অনেক কম. ব্লগে ঢুকার পর যা হয়, বেশ সময় চলে যায়. টানা এভাবে সময় বের করা আসলেই কঠিন. নানা কাজে ব্যস্ত থাকার কারনে সম্ভব হয় না. আর ফাঁকি দিয়ে কিছু করাও মুশকিল. যখন যেটা করার সময়, তখন সেটাই করতে হয়. দেশের বাইরে এখানেও কিছু সীমাবদ্ধতা.
খুব গুছিয়ে দশ বছর পূর্তির একটা পোস্ট লিখবো ভাবছি, কিন্তু মনে হচ্ছে বেশি দূর এগুনো যাবে না. তাই ভাবছি কিছু ছবি শেয়ার করি. গত কয়েকদিন যাবত তোলা কিছু ছবি দেকা যাক. ব্লগারদের অনেক ধন্যবাদ. কৃতজ্ঞতা অনেক ব্লগারের কাছে. নামগুলো বললে অনেক বলতে হবে. সেটা নিয়ে একটা পোস্ট পরে লেখার চেষ্টা করবো. হ্যাপি ব্লগিং. সামহোয়্যারইন ব্লগকেও অনেক ধন্যবাদ.
ছবিগুলো সব তোলা ফিনল্যান্ডের সর্ব উত্তরের প্রদেশ লাপল্যান্ডের বিভিন্ন শহরে.
রাতের তারা ভরা আকাশ
বন্ধু কয়েকজনসহ হাইকিং. চলছে রাতের খাবারের আয়োজন
সূর্যাস্তের ক্ষণে নদীর ধারে
পাতা ঝরা দিনের শুরুর কথা
শহরের পাশেই নদীর কূলে
ঐ দূর পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং আর আকাশ
রেইনডিয়ার, হাইকিং এর সময় সাক্ষাত
আকাশে নর্দান লাইটস. প্রাইভেট কারের আলোয় রাঙ্গা পথ
সূর্যাস্ত
রাতের আকাশে নর্দার্ন লাইটস দেখা
শীত আসছে। তুষারপাত শুরু হয়েছে বটে তবে, সামনে দুয়েকদিনের মধ্যে ভালো করে শুরু হবে.
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৭