ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন ছিলো কয়েকদিন আগে. আর একই সময়ে এখানে উদযাপন করা হয় গ্রীষ্ম উতসব. মিডসামার ডে বা মধ্য গ্রীষ্ম বলা যায় বাংলায়. সামার এমনিতেই সারা ফিনল্যান্ডেই কিছুটা গরম আবহাওয়া. যাই হোক, বলছিলাম সামার উদযাপন করার কথা. গত শুক্রবার থেকে শুরু হয় মিড সামার উইকেন্ড. এ সময় মানুষের গন্তব্য নিজেদের কটেজে. কোনো গ্রাম বা প্রত্যন্ত এলাকায়. যারা শহরে থাকে তাদেরও প্রত্যন্ত অঞ্চলে কটেজ আছে, লেকের পাশে এরকম কটেজ প্রায় সবারই আছে এখানে. লেকের পানিতে সাঁতরে বেড়ানো, সাউনা Sauna, ক্যাম্প ফায়ার, সসেজ, পানীয় আর প্রকৃতির নিরবতায় শান্তিময় ছুটি উদযাপন. ছিলো বনের ভেতরে তাঁবুসহ তিনদিন বসবাস, স্টোভে রান্না, খাওয়া, ঘুম, ঘুরে বেড়ানো আর গল্প কথা. ক্যামেরা ছাড়া বাকি সব যোগাযোগ বন্ধ.
প্রায় সব দোকান, অফিস বন্ধ থাকে এ সময়. এসব বলার কারণ হলো, আমিও গিয়েছিলাম ছুটি কাটাতে. তিনদিনের মিডসামার ডে এর ছুটি কাটিয়ে সোমবার সকালে আসি বাসায়. আমার বাসা থেকে অনেক দূরে, প্রায় এক হাজার কিলো দক্ষিণে, একটা ন্যাশনাল পার্কে. নাম হচ্ছে রেপোভেসি ন্যাশনাল পার্ক. এটা অবশ্য ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা.
আর আমার এখান থেকে মানে লাপল্যান্ড থেকে যেতে লেগেছে ১৫ ঘন্টার বেশি, তাও শুধু ট্রেনের সময়. পরে গাড়িতে করে আবার আরো ঘন্টাখানেক. অনেক কথাই বললাম. ভাবছিলাম শুধু ছবি ব্লগই হবে. এখন ছবির সাথে আগেই অনেক কথা চলে আসলো. তবে, ছবির বর্ণনা থেকে হয়তো উদ্ধার পাওয়া যাবে! ছবি তোলা হয়েছে অনেক. নিজেরই তোলা. তার মধ্য থেকেই আসুন দেখি পুরো হলিডের একটা চিত্র.
ধন্যবাদ.
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৫৪