পথ হেঁটে ক্লান্ত পথিক. এর মাঝে খানিক বিরতি নিয়ে যদি আশপাশের সুন্দর প্রকৃতি একটু দেখে প্রশান্তি মেলে তাতে কোন আপত্তি তো থাকার কথা নয়. আমি অবশ্য ক্লান্ত নই. সৌন্দর্য দেখে বিমোহিত. তবে, ক্লান্ত পথিকের জন্যও এই লেখা নয়. ক্লান্ত হোন আর নাই হোন, চলেন কিছু ছবি দেখি. গত কয়েকদিন ধরেই তোলা এসব ছবি.
আজকের ছবিতে ছবিতে চলুন ঘুরে দেখা যাক ইউরোপের সর্ব উত্তরের এলাকায় গ্রীষ্মকাল. ছবিগুলো আমারই তোলা. নিচে সবখানে বিশেষ বর্ণনা নাও থাকতে পারে. বিষয়বস্তু আগে যা বলা হয়েছে সেটাই. আশা করি বুঝতে সহজই হবে. তারপরও ছোট করে একটু লেখার চেষ্টা করবো.
এ মাসের প্রথম সপ্তাহে শেষ সূর্যাস্তের দৃশ্য. এরপর এখন আর সূর্যাস্ত নেই. সূর্যোদয়-সূর্যাস্ত না থাকায় এখন দিনের আকার ২৪ ঘন্টা. সূর্যোদয় হবে সামনের মাসে, মানে হলো ৭ জুলাই.
এই ছবি এ মাসের মাঝামাঝি সময়ের. তোলা হয়েছে রাত দেড়টায়. মাঝরাতের সূর্য এখানে যাকে 'মিডনাইট সান' বলেই ডাকে.
প্রায় একই সময়ের ছবি. রাত ২ টার দিকে.
এই ছবিটাও এ মাসের মাঝামাঝি এক সময় রাত প্রায় ২ টার দিকেই তোলা. সূর্য না ডোবার কারণে চারদিক সারাক্ষণ এমনি থাকে. রাত দিন বলে কথা নেই.
উপরের ছবির সাথেই তোলা. অবস্থান শুধু ডানে, বামে
কাল রাতে হাঁটতে বের হওয়ার পর খেয়াল করলাম এই দৃশ্য. রাত ১২ টা তখন. কি আর করা, ছবি না তুলে তো ফেরা যায় না!
আমার বাসা ঢেকে আছে মেঘের ঘনঘটায়. সময় রাত ১ টা. গতকালের রাত.
আগের ছবিটার মতোই একই সময়ে. মানে হলো কাল রাতের প্রকৃতি.
এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা. আজ বছরের সবচেয়ে বড় দিন. কিন্তু তা হলে কি হবে, এখানে তো সূর্যের আলো ২৪ ঘন্টাই! আলোর মাঝেই দিন-রাত. একটু আজব মনে হয়! আমার অবশ্য মনে হয় না. ভালো লাগে অনেক.
আপনিও ভালো থাকুন.
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩