পুড়ছে হয়তো সেই খড়ের ঘর
দূরের চোখগুলো হয়তো জ্বলছে দূর দহনে
আগুন শব্দের তীব্রতা দমবন্ধ সংঘাতময়
দূরের চোখে উড়ে আসা তীর্যক জ্বলন্ত রশ্মি.
ঐ দূরে আছে দেখি বাসনা, আহবানের ঢেউ
সাথে সবল হাত- পা নয়, সবল মনের আকুতির তীব্রতাও
সাড়া পাবার আকাঙ্খায় ঘুরে ঘুরে শব্দ সব
দূরের পাখির চোখের তারায় ছবি, রঙ্গিন আলো.
বলায়, কথায় হাজার ধারায় শব্দ ভাসে
রয়ে সয়ে বুকে চেপে দু'পাশে তারা-পূর্ব:পশ্চিম
তীব্রতায় জ্বলন্ত তবুও আগুনের আলোয় ভাসি, চাই
আর এপারে, জলন্ত ধারায় দহনে জ্বলি দূরে, চাইও.
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০