পোল্যান্ড ঘুরতে যাবো এমন কোনো প্লান ছিলো না. একজন যখন ফ্রি যাওয়া আসাসহ খরচের ব্যবস্থা দিয়ে সাথে নিয়ে যাবে বললো, তখন আর না করি কিভাবে বলেন! তো হ্যাঁ হওয়ার ফলাফল হলো পোল্যান্ড দেখা. সেখানে আমি গিয়েছিলাম ওয়ারমিয়া এবং মাজুরি রিজিওনে (Warmia mazury) যেটা পোল্যান্ডের উত্তর দিকে অবস্থিত. সেখানে মূলত নতুন শিল্প কারখানা, টেকনোলজি, হাইটেক পার্ক, আর আছে নানা প্রজাতির মাছ, পর্যটনের জন্য এ অঞ্চলে আছে আরো অনেক কিছু.
স্মৃতি হারিয়ে কোথায় রয়ে যায় তা টের পেলাম ছবি খুঁজতে গিয়ে. অনেক ছবির হদিস না. আর এখন এখানে যেগুলা আছে তার সবগুলাই মোবাইলে তোলা. তার চেয়ে বড় কথা হলো যে মোবাইলে তোলা, সেইটাই আর নাই. গত শীতের সময় সাইকেল থেকে পড়ে গিয়ে এঠার বারোটা বেজে গেছে. তো কি করা যায়! গুগলের অটো সেভ অপশনে গিয়ে গুগল ফটোস থেকে পাওয়া গেলো পোল্যান্ড স্মৃতির খন্ডিত বাকসো. এখন সেই বাক্সের ফুটো দিয়ে আপনি দেখতে পাবেন কেমন ছিলো সেই ভ্রমণ. দেরি কেন, চলুন ছবির সাথে ঘুরে আসি পোল্যান্ডে.
সময় ২০১৩ সালের সেপ্টেম্বর. হেলসিংকি থেকে ফিনএয়ার ফ্লাইট নিয়ে গেলো বার্লিন, সেখান থেকে এক ঘন্টার বিরতিতে এয়ার বার্লিনে পোল্যান্ডের দনসক (gdansk) বিমানবন্দর. সেখান গিয়ে দেখা গেলো আগে থেকেই সাইনবোর্ড নিয়ে কয়েকজন দাড়িয়ে আছেন. তাদেরকে গিয়ে পরিচয় দিতে হলো না. দেখেই বুঝে ফেললেন তাদের অতিথি. বাসে করে গন্তব্য ওলস্টিন (Olsztyn) শহরে অবস্থিত ওয়ারমিয়া মাজুরি বিশ্ববিদ্যালয়
ওয়ারমিয়ার বিশ্ববিদ্যালয়ে রেক্টরের অফিসের প্রবেশ পথ
ভেতরে ঢুকেই চোখে পড়লো মহান এই ভাস্কর্য
রেক্টরের অফিসের বাইরে
এই বাণীর মর্মার্থ মনে নাই. পোলিশ কেউ থাকলে তরজমা করে দিতে পারেন.
মাজুরি রিজিেনের ইকো ম্যারিনা সেখানে ট্যুরিজমে অনকে বড় অবদান রাখছে, ছবিতে নিজস্ব ইয়াটে নিয়ে সেখানে সাগরে স্বল্পদৈর্ঘ্য ট্যুর
ওলস্টিনে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার
বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার
এটা এলব্লগ, এখানে ডানদিকের দ্বিতীয় দোকানে গেছিলাম ল্যাপটপের চার্জার খুঁজতে. আসার সময় ব্যাগে ঢুকাতে ভুলে যাওয়ার শাস্তি
হোটেল এলব্লগ হোটেলের ঠিকানা
হোটেল এলব্লগ-২
ইকো ম্যারিনা, সাগরে
গলফ জীবনে কোনোদিন খেলি নাই. আজকে সেই সুযোগ. স্যান্ড ভ্যালি গলফ এন্ড কান্ট্রি ক্লাব
সিকলি পিয়েস, তিন ধরনের পানীয় একসাথে মিশায়ে তিনটাই যেভাবে দৃশ্যমান হয়, সেই এক শট
বানানসহ সিকলি পিয়েস
ইকো ম্যারিনার সামনে ইকোম্যারিনার বিস্তারিত
ইকো ম্যারিনা
ইকো ম্যারিনা
ইকো ম্যারিনা ট্যুর
কাপড় পড়নে যাই ছিল, সেই নিয়াই ঝাপায়া পড়লাম গলফ মাঠে
গলফ খেলায় অন্য আরো অনেকেই আছে
গলফ মাঠে ওস্তাদ, হাতে কলমে ধরে শিখালেন লাঠি ধরা থেকে শুরু করে অন্য সব নিয়ম কানুন
স্যান্ড ভ্যালি গলফ গার্ডেন
গলফ গার্ডেন
স্যান্ড ভ্যালি গলফ গার্ডেন
ইকো ম্যারিনা- দূর থেকে
ইকো ম্যারিনা- দূর থেকে
'
ইকো ম্যারিনা- ট্যুরের সময়
ইকো ম্যারিনা-
ইকো ম্যারিনা- ট্যুরের সময়
নিজেকে চিনতে যখন সমস্যা হচ্ছিল
এলব্লগ শহরে
বিড়ি ছাড়ার উপদেশ বাণী
এলব্লগ শহরের রাস্তা
গিয়েছিলাম এলব্লগ শহরের টেকনোলজি পার্ক এলক- এ
- ছবিখানা আমার তোলা নয়.
সব কিছু শেষ হবার পর অনেক স্মৃতি নিয়া সেই একইপথে দনসক থেকে বার্লিন হয়ে ঘরে ফেরত.
দেখতে দেখতে এভাবেই ইতি ঘটে কয়েকদিনের পোল্যান্ড ভ্রমণ. টআ টা
পোস্টটি আগে কারিগরি ক্রুটির কারনে নতুন করে পোস্ট করা হলো। ধন্যবাদ @কামরুন নাহার বীথি
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫