কথা না বাড়াইয়া আসুন দেখিয়া লই কি কারণে বিশ্বস্ত কম্পু খানা উহাদের (কাহাদের কথা বুঝাইতেছি আশাকরি বুঝিয়াছেন) চাইতে ভাল:
১. কম্পু আপনার চেহারার কদর্যতা লইয়া কখনো কোন কথা বলেনা। পৈতৃক সূত্রে পাওয়া চেহারাখানি লইয়া আপনার যতই সমস্যা থাকুক না কেন, কম্পু ইহা লইয়া কখনোই আপনাকে খোঁটা দিবেনা।
২. ডাকিলে সাথে সাথে জবাব না দিলে কম্পু কখনোই আমাদিগের সাথে দূর্ব্যবহার করেনা।
৩. কম্পুর ধৈর্য্য অপরিসীম। সে আমাদিগের জন্য দীর্ঘ সময় ধরিয়া অপেক্ষা করে- মিনিটে মিনিটে কষ্টদায়ক কথা বলিয়া স্মরণ করাইয়া দেয় না।
৪. কম্পু তাহার পূর্বের ব্যবহারকারীর সাথে আমাদিগের তুলনা করেনা। তাহার তুলনায় আমরা কতখানি তুচ্ছ ইহাও মনে করাইয়া দেয়না।
৫. কম্পু কখনোই পূর্বের ব্যবহারকারীর আদেশ বা অনুরোধ গ্রহণ করেনা, এমনকি তাহার সাথে কোনরূপ যোগাযোগ পর্যন্ত রাখেনা।
৬. আমরা কখন বাড়ি ফিরিবো ইহা লইয়া কম্পু কখনোই আমাদের বিরক্ত করেনা।
৭. আমাদের আরো কোন কম্পু আছে কিনা ইহা লইয়া তাহার কোন মাথাব্যথা নাই
৮. কম্পু আমাদিগের মানিব্যাগ বা মোবাইলের কললিস্ট লইয়া কখনোই ঘাঁটাঘাঁটি করেনা।
৯. বন্ধু-বান্ধবের সাথে কম্পু 'শেয়ার' করা যায়। জরুরী কাজে কোথাও গেলে ইহাকে কাহারো জিম্মায় রাখিয়া যাওয়া যায়।
১০. কম্পু আমাদিগকে দিনে ১০০ বার (কখনো তাহারও অধিক) কল প্রদাণ করিয়া জীবন অতিষ্ট করিয়া তোলেনা।
১১. কম্পুর ওয়ারেন্টি আছে। বেশী সমস্যা করিলে পাল্টাইয়া ফেলা যায়।
মূল লেখা [http://www.epidemicfun.com/2009/why-is-computer-better-than-women||এখানে] পাবেন
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৭