নেট থিকা পাওয়া জিনিস নিজের ইচ্ছামত বাংলা কইরা এর আগে একটা পোস্ট দিছিলাম। না পড়লে পইড়া নিতে পারেন।
কর্পোরেট বসের মুখের কথা আর মনের কথা
এবার সেই রকম আরেকটা দিতাছি। ইংরেজীতে আগে পড়া থাকলেও আবার পড়তে পারেন।
পোলা হওনের সুবিধা-
১. খালি একটা সাদা গেন্জি পইড়া নন্দনের ওয়াটার পার্কে (বা অন্য কোন প্রকাশ্য জায়গায়) গোসল করন যায়
২. দেখানোর মত বডি থাকলে কিছু গায়ে না দিয়াও গোসল করন যায়
৩. পুরা দুনিয়াডারেই পেচ্ছাপ খানা মনে করা যায় (পাবলিকের মাইর খাইলে আমারে দুষ দেওয়া যাইবো না)
৪. কপালে ভাঁজ পড়লে কেউ খারাপ কয়না, বরং ব্যক্তিত্ব বাড়ে
৫. ২৪ ঘন্টায় ২৪ রকম মুড 'ম্যানেজ' করতে হয়না
৬. কারো লগে মোবাইল কথাবার্তা ১ মিনিটের মধ্যে শেষ করার 'হেডম' আছে
৭. কোথাও ছুটিতে গেলে একটা এটাচি কেস বা ট্রাভেল ব্যাগই যথেষ্ট (পলিথিনের ব্যাগে খালি লুঙ্গি-ব্রাশ নেয়ারও রেকর্ড আছে)
৮. যে কোন বোতল, বৈয়াম বা কৌটার মুখ নিজেই খোলা যায়
৯. একটু চিন্তাভাবনা কইরা কাজ করলেই অনেক বেশী ক্রেডিট পাওয়া যায়
১০. বন্ধু বিয়া বা জন্মদিনের দাওয়াত দিতে ভুইলা গেলেও বন্ধুই থাকে
১১. মোটামুটি ২/৩ শ টাকার মধ্যেই যাবতীয় আন্ডারওয়ার কেনা যায়
১২. সাকুল্যে দুই জোড়া জুতাই কাফি
১৩. এক চুলের স্টাইল দিয়া বহুদিন (ক্ষেত্র বিশেষে সারা জীবন) পার কইরা দেওয়া যায়
১৪. দাঁড়ি গোঁফ ছাড়া আর কিছু শেভ করা লাগেনা (রাইখা দিলে তো কথাই নাই)
১৫. দরকার পড়লে ১৫ মিনিটেই যাবতীয় শপিং করা যায়
১৬. রেডী হইতে ৫ মিনিটই লাগে (৫ ঘন্টা না)
১৭. কথা কওনের সময় মাইনষে মুখের দিকেই তাকায় (বুকের দিকে না)
১৮. শরীরে সেনসিটিভ জায়গা মাত্র একটা, ঐডা প্রটেক্ট করলেই চলে। (সৌজন্যে নষ্ট গিটার)
১৯. যখন তখন, যেখানে সেখানে, যেকোন সময় চুলকানী উঠলে চুলকায়া নেওয়া যায় (সৌজন্যে আকাশ পাগলা)
২০. একসাথে চাইর বউ 'এস্তেমাল' করন যায় (সৌজন্যে শারফুদ্দীন হোছাইন)
২১. আকাম কুকাম যা-ই করি কুমারত্ব নষ্ট হওনের কোনই চান্স নাই (সৌজন্যে শারফুদ্দীন হোছাইন)
আরো থাকলে এডাইতে পারেন....