গত জানুয়ারিতে এই লিস্টটা করেছিলাম , প্রায় এক বছর পর মনে হলো লিস্টটা আপডেট করা দর্কার আর নতুন ব্লগারদেরও জানানো দর্কার

তবে এখানে শুধু মোট ৪০ হাজার এর উপর কমেন্ট ওয়ালাদের লিস্ট দেয়া হলো। এছাড়াও প্রচুর পরিমানে ৩০ হাজার এর উপর কমেন্ট ওয়ালা আছে!!! আসুন দেখে নেয়া যাক লিস্ট গুলো

১. প্রথম অবস্থানে আছেন ব্লগার হাসান মাহবুব যিনি হামা ভাই নামেই অধিক পরিচিত! রাশেদের রেকর্ড মোট কমেন্ট রেকর্ড ভেঙে ফেলেছেন অনেক আগেই, এখন ভাঙার অপেক্ষায় রাশেদের মোট মন্তব্য প্রদানের রেকর্ড।
হাসান মাহবুব
• মন্তব্য করেছেন: ৩৯১৩৬টি
• মন্তব্য পেয়েছেন: ৩০১৯৫টি
মোট=৬৯৩৩১
২. দ্বিতীয় অবস্থানে ব্লগার রাশেদের নাম। যাকে কিনা ড়াসু বলে ডাকা হতো। এক সময়ের ব্লগ মাতিয়ে রাখা এই ব্লগার ২০০৯ এর নভেম্বর থেকে ব্লগিং অফ রেখেছেন। এখনও সর্বোচ্চ কমেন্টারের রেকর্ড তারই দখলে আছে।
রাশেদ
• মন্তব্য করেছেন: ৪১৮০২টি
• মন্তব্য পেয়েছেন: ১৬৯৪২টি
মোট=৫৮৭৪৪
৩. এককালে পুত্তুম পিলাচ দিয়ে বিখ্যাত হওয়া ব্লগার রাজসোহানের এভারেজ রেট সবচেয়ে বেশী! খুব বেশী দ্রুত কমেন্ট করেন বলে তার দুর্নাম আছে! অনেকেই সন্দেহ করেন না পড়েই কমেন্ট করে, অবশ্য উনি এক জায়গায় বলেছেন কয়েকটা পোস্ট পড়া শেষে একবারে কমেন্ট করেন, কিছুদিন তার পিছনে পিছনে স্ক্রিনশট নিয়েও ঘুরেছে কিছু ছাগুর দল

রাজসোহান
• মন্তব্য করেছেন: ৩৫৬৫২টি
• মন্তব্য পেয়েছেন: ২০০৭৪টি
মোট=৫৫৭২৬
৪. ব্লগের ইতিহাস প্রিয় ব্লগার ইমন জুবায়ের। যাকে কিনা ইমনপিডিয়া বলেও ডাকা হয়। তিনি অনেক সুন্দর সুন্দর গানও লিখে থাকেন। ব্যান্ড দল ব্ল্যাকের গাওয়া বেশ কয়েকটি গান তাঁর লেখা! তিনিও পুরো দমে ব্লগিং চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো উনি গত লিস্টে একদম সবার নীচে ছিলেন!
ইমন জুবায়ের
• মন্তব্য করেছেন: ২০৭০৫টি
• মন্তব্য পেয়েছেন: ৩৩১০৪টি
মোট কমেন্ট=৫৩৮০৯
৫. চরম আড্ডাবাজ খ্যাত আব্দুল্লাহ আল মনসুর আছেন পঞ্চম অবস্থানে। গতবার ছিলেন ৩য় অবস্থানে! প্রচন্ড মিশুক এবং পাণি প্রার্থী এই ব্লগার মোট কমেন্টের ক্ষেত্রে ৫০ হাজারের কোটা পূর্ণ করেছেন। হৃদয়ের রক্ত ঝরা লেখাতে তিনি বেশ সিদ্ধহস্ত!
আব্দুল্লাহ আল মনসুর
• মন্তব্য করেছেন: ২৭৯২৮টি
• মন্তব্য পেয়েছেন: ২৫৩৪৪টি
মোট=৫৩২৭২
৬. চতুর্থ অবস্থান থকে ষষ্ঠ অবস্থানে নেমে আসা ব্লগার বিষাক্ত মানুষ যাকে সবাই বিমা নামেই চেনে। হিউমেরাস কমেন্টের জন্য খ্যাত এই ব্লগার বর্তমানে লগিন ব্যান আছেন। তবে রেকর্ড ঠিকৈ গড়ে গেছেন।
বিষাক্ত মানুষ
• মন্তব্য করেছেন: ২৫৪৭২টি
• মন্তব্য পেয়েছেন: ২২৮৯৮টি
মোট=৪৮৩৭০
৭. চরম হিউমেরাস এবং রেসিডেন্ট হিসাবে আন্তর্জার্তিক খ্যাতি সম্পন্ন ব্লগার কৌশিক আছেন সপ্তম অবস্থানে। উল্লেখ্য গত লিস্টেও তিনি সপ্তমই ছিলেন

কৌশিক
• মন্তব্য করেছেন: ১৫৪৪৪টি
• মন্তব্য পেয়েছেন: ৩২৯০৯টি
মোট=৪৮৩৫৩
৮. সাজি আপা! অসাধারন মায়াবী সব কবিতার জন্য আমি উনার একনিষ্ঠ ভক্ত যদিও উনি সর্বশেষ পোস্ট করেছেন ১৮ই জুন, তবে মাঝে মাঝেই তাকে সাম্প্রতিক বিভিন্ন লেখায় কমেন্ট করতে দেখা যায়, সুতরাং আশা করতেই পারি উনি যেকোন সময় আবারও ব্লগিং শুরু করতে পারেন!
সুলতানা শিরীন সাজি
• মন্তব্য করেছেন: ২১৬৭২টি
• মন্তব্য পেয়েছেন: ২৫৫২২টি
মোট=৪৭১৯৪
৯. বাংলা ব্লগে প্রথম আড্ডাবাজ ব্লগার হিসাবে বিখ্যাত একরামুল হক শামীম আছেন অষ্টমে! পল্লী কবি জীবনানন্দ দাশের নকশী কাঁথার মাঠ কবিতার পুরোটা লিখে একটা পোস্ট আছে তাঁর! তিনিও কচ্ছপ গতিতে ব্লগিং চালিয়ে যাচ্ছেন। গত লিস্টে তিনি ছিলেন অষ্টম অবস্থানে।
একরামুল হক শামীম
• মন্তব্য করেছেন: ২৩০৪২টি
• মন্তব্য পেয়েছেন: ২২৮৪৯টি
মোট=৪৫৮৯১
১০. শ্রদ্ধেয় কালপুরুষ, এই তালিকায় আছেন দশম অবস্থানে। কিন্তু তিনি সামু ব্লগে অনেকদিন হলো অনুপস্থিত!
কাল পুরুষ
• মন্তব্য করেছেন: ২৫০৩৫টি
• মন্তব্য পেয়েছেন: ১৯৫৮৪টি
মোট=৪৪৬১৯
বিশেষ দ্রষ্টব্যঃ বিগ বিগ ব্লগীয় হিটম্যান নাফিস ইফতেখার সম্প্রতি তার সব পোস্ট ড্রাফট করে ফেললে তার পাওয়া কমেন্ট সংখ্যাও হাওয়া হয়ে যায়। ফলে এখানে আগের পরিসংখ্যানই দেয়া হলো।
নাফিস ইফতেখার
• মন্তব্য করেছেন: ১৯১১৭টি (সাম্প্রতিক)
• মন্তব্য পেয়েছেন: ২৮৮৫৭টি
মোট=৪৭৯৭৪
আপনাদের আরো জানা থাকলে বলে দেবেন এড করে দেবো

সবচেয়ে বেশী কমেন্ট পাওয়া তিনজন:
ইমন জুবায়ের=মন্তব্য পেয়েছেন: ৩৩১০৪টি
কৌশিক=মন্তব্য পেয়েছেন: ৩২৯০৯টি
হাসান মাহবুব=মন্তব্য পেয়েছেন: ৩০১৯৫টি
সবচেয়ে বেশী কমেন্ট দেয়া তিনজন:
রাশেদ=মন্তব্য করেছেন: ৪১৮০২টি
হাসান মাহবুব=মন্তব্য করেছেন: ৩৯১৩৬টি
রাজসোহান= মন্তব্য করেছেন: ৩৫৬৫২টি
সমাপ্ত