এই মুহূর্তে আরিল এবং রাহিল চট্টগ্রামে । ওখানকার পরিস্থিতি,প্রয়োজনীয়তা আর আমাদের কর্তব্য – এগুলো পর্যবেক্ষণ করে আমরা দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছি । চট্টগ্রামের ব্লগার সহ যে কেউ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইলে ফোন করুন এই নম্বরে ০১৭১১ ৫২৫২০০ । আগামীকাল বৃহস্পতিবার আমাদের আরেকটি দল চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা হবে ।
ইতিমধ্যে দেশ এবং বিদেশ থেকে অসংখ্য ব্লগার পাচ্ছি যারা দুর্গতদের সাহায্য করার জন্য আকুল হয়ে আছেন এবং নানান পথ খুঁজছেন আর্থিক সহায়তা করার জন্য । বিভিন্ন জন মূল্যবান মতামত এবং পরামর্শও দিয়ে যাচ্ছেন ।
আমরা সামহোয়্যার ইন যেহেতু কোন সাহায্য সংস্থা নই ; কেবলমাত্র সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা দুর্গতদের পাশে দাঁড়াতে চাই এবং আমাদের এই প্রচেষ্টা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই । এখানে আমরা আমাদের ব্লগ কমিউনিটিকে পেয়েছি যারা স্বেচ্ছায় দুর্গতদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন । যারা দেশের বাইরে আছেন তাদের উদ্দ্যেশে বলতে চাই সামহোয়্যার ইন দুর্গতদের সাহায্যের জন্যে কোন অ্যাকাউন্ট খোলেনি কারণ এর যথেষ্ঠ প্রশাসনিক জটিলতা রয়েছে । ব্লগারদের এই উদারতা আর মহত্ব্য সফল করার জন্যে কিছু ব্লগার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন । এ ক্ষেত্রে ব্লগার সাদিক মোহাম্মদ আলম এর এই উদ্যোগ প্রবাসী ব্লগার সহ সকলের উপকারে আসতে পারে ।
এদেশে সরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সাহায্য সংস্থাগুলো ইতিমধ্যেই দুর্গতদের পাশে দাঁড়িয়েছে । এই মুহূর্তে সবচেয়ে দরকার যা তা হলো দুর্গত এলাকা এবং দুর্গতদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া আর আমরা সেই চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছি । যে বিশাল ক্ষতি হয়েছে তাতে দুর্যোগ পরবর্তী পুনর্বাসন বা সহায়তা নিয়েও ভাবার সুযোগ রয়েছে । তাই সকলের কিছুটা সুবিধার্থে আমাদের ব্লগারদের প্রচেষ্টার কতিপয় লিংক এখানে দেয়া হলো :
প্রবাসি ব্লগাররা কিভাবে দূর্গতের পাশে দাড়াবেন, কিছু ভাবনা
প্রবাসীদের ডোনেশনের জন্য পে প্যাল একাউন্ট। চট্রগ্রাম ল্যান্ডস্লাইড ট্রাজেডি
হাত খুলে নয় দাও এবার মন খুলে
ইমারজেন্সি রেস্পন্স - দরকার দক্ষতা এবং সঠিক তথ্য
চট্টগ্রামে পাহাড়ধসে জন্য দায়ি পরিবেশ সন্ত্রাসীদের বিচার করতে হবে
চট্টগ্রাম- যা করা যেতে পারে ঃ দুই পয়সার জ্ঞান (যদি কারো কাজে লাগে)