আবারও চাপাতিগ্রুপ একজনকে হত্যা করলো ৷নিহত ব্যক্তি টাঙ্গাইলের বাস করতো এবং পেশায় একজন দর্জি ৷হিন্দু ভাইয়ের বোধহয় একটু কষ্ট পাবেন ৷নিহত ব্যক্তিটি সনাতন ধর্মের ৷যাইহোক,এভাবে চলতে পারে না ৷দেশ যে জঙ্গিদের একটা আখড়ায় পরিণত হয়েছে সে বিষয়ে কোনও প্রকারের সন্দেহ নেই ৷নিয়মিত এ ধরণের হত্যাকান্ড তারই প্রমাণ ৷আরেকটা বিষয় আজকে আমার মাথা ঘুরিয়ে দিয়েছে ৷সেটা হচ্ছে আমেরিকার বাংলাদেশ নিয়ে চিন্তাধারা ৷আজকে বিডিনিউজ২৪-এ একটা প্রতিবেদন দেখে খুব ভয় পেয়ে গেছি৷এসব হত্যাকান্ডের পিছনে বহির্বিশ্বের কোন হাত নেইতো ? থাকাটা অসম্ভব কিছু না ৷কারণ ইরাক,সিরিয়া,আফগানিস্তারের বর্তমান পরিস্থিতি এভাবেই শুরু হয়েছিল ৷সরকারকে কি বলব?সরকারে যারা আছে তারা যে একেকটা হাই লেভেলের মাথা মোটা সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷তারা আইনশৃংখলা বাহিনীকে শুধু নিজেদের কাজেই ব্যবহার করেছে ৷দেশের কাজে একটুও ব্যবহার করলে আইনশৃংখলার এতোটা অবনতি হতো না ৷আল্লাহই ভালো জানেন,আমাদের এই প্রাণের দেশের ভাগ্যে কী আছে ৷
আর কত আন্দোলন করবেন?কত প্রতিবাদী লেখা লিখবেন? আপনার আমার প্রতিবাদে বর্তমান পরিস্থিতির একটুও কি পরিবর্তন হয়েছে?যে পরিবর্তনটা হয়েছে সেটা অধপতনের পরিবর্তন ৷প্রতিবাদ জানাতে জানাতে আমি আজ বড় ক্লান্ত ৷ইচ্ছে হয়না আর প্রতিবাদ জানাই ৷তারপরও মাঝে মাঝে কিছু ঘটনা রক্ত গরম করে দেয় ৷সহ্য করতে পারি না ৷সরকারে প্রতি আমার অনুরোধ,দেশের অন্যসব অপরাধের আগে জঙ্গিবাদ নির্মুল করতে হবে সবার আগে ৷যদি এতে ব্যর্থ হন,কপালে যা আছে তা কল্পনার অতীত ৷
এদেশের মুসলমানেরা যতোটা ধর্মভীরু,তারচেয়েও বড় কথা এরা ধর্ম সম্পর্কে খুবই কম জ্ঞান রাখে ৷এদের মস্তিষ্ক ধোলাই করে জঙ্গি বানানো কোনও ব্যাপার না ৷ এই বিষয়ে নতুন করে বলার কিছু নাই ৷ সরকারের খেয়াল রাখতে হবে কেউ যেন এসকল ধর্মান্ধদের মস্তিষ্ক ধোলাই করতে না পারে ৷
এবার আপনাদের বলছি ৷হ্যাঁ,আপনাদেরকেই বলছি ৷নিজেদের বীরের জাতি বলতে লজ্জা করে না? লজ্জা করবেই বা কীভাবে?লজ্জাটাইযে আমারা হারিয়ে ফেলেছি ৷ বীরের জাতি ছিল আমাদের পূর্বপুরুষ ৷ তাই দেশ স্বাধীন হয়েছিলো ৷ আমরা বীরের জাতি হতে পারিনি ৷ব্যাপারটা এরকম যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই আমি মুসলমান ৷ধিক্কার আপনাদের ৷ হাজারবার ধিক্কার ৷ যতদিন না আস্তিক-নাস্তিক,ধর্ম-বর্ণ ভেদেভেদ ভুলে এক হতে না পারবেন,ততদিন একটা প্রতিবাদকেও সফল করতে পারবেন না ৷
মুষ্টিমেয় কিছু ছাড়া অধিকাংসরাই নিজ নিজ চিন্তাধারায় মৌলবাদী ৷ সেটা মুসলিম বলেন,হিন্দু বলেন,অন্যধর্মের কেউ বলেন অথবা নাস্তিক বলেন ৷অধিকাংশরাই মৌলবাদী এবং উগ্র ৷ আর এই দুর্বলাতার সুযোগ নিয়েই চাপাতিগ্রুপ অপকর্ম চালাচ্ছে ৷ ইসলাম কোথায় বলেছে খুন করতে?সনাতন ধর্ম কোথায় বলেছে অন্য ধর্মকে রোষানলে ফেলে সমালোচনা করতে? নাস্তিকতা মানে কি ধর্মকে ঘৃণা করা?প্রশ্নগুলো তাদের প্রতি যারা নিজের চিন্তাধারায় সাম্প্রদায়িক ৷
আমি আর প্রতিবাদ করব না ৷ প্ল্যাকার্ড নিয়ে আর রাস্তায় দাঁড়াব না,এমনকি প্রতিবাদী কোনও লেখাও দিব না ৷ আমি হেরে গেছি হে বাংলাদেশ ৷ তোমার বীর সন্তান দাবীকারীদের কাছে আমি হেরে গেছি ৷ তোমার জন্য বুক ফেটে শুধু কষ্ট বের হয় ৷ আমি সত্যিই হেরে গেছি ৷ ফেসবুকে লেখা সকল পোস্ট ডিলেট করে দিয়েছি ৷ লেখালেখি করার কারণে তোমার বীর সন্তানেরা আমাকে সস্তা সেলিব্রেটি বানিয়ে দিয়েছিলো ৷ ব্লগে এসেছি জ্ঞানীদের সাথে বিচরণ করতে ৷ কিন্তু,অধিকাংশ জ্ঞানীদের জ্ঞান এতই নীচ,এতই হীণ সেটা বলে বোঝাতে পারব না ৷কম্পিউটার থেকে প্রতিবাদের মূহূর্তের সকল ছবি ডিলেট করে দিয়েছি ৷ আমার সন্তান বড় হয়ে ঐ ছবিগুলো দেখে আমায় যেন অবজ্ঞা করতে না পারে ৷ আমার ভয় হয় ৷ সে যদি বলে,তোমার পুর্বপুরুষ তোমাকে স্বাধীন দেশ দিয়েছিলো,তুমি আমার পূর্ব পুরুষ হয়ে কি করেছো?একটা শান্তির দেশ দিতে পারলে না ৷ আমার এই অপরাগতাকে পারলে ক্ষমা করে দিও হে বাংলাদেশ ৷ আমি লজ্জিত ৷
আবার আপনাদের বলছি,একজন মুসলিম হিসেবে বলছি,প্রকৃত মুসলমান কখনও জঙ্গিবাদ সমর্থন করে না ৷ জঙ্গিবাদের স্থান ইসলামে নেই ৷ যেদিন পরস্পরের চিন্তাধারাকে সম্মান করে,প্রতিহিংসা দূর করে কোনও ধর্ম নয় বর্ণ নয়,প্রত্যেকেই সহাবস্থানে থেকে বাঙালী হতে পারবেন, সেইদিন আবারও আমাকে প্রতিবাদকারী হিসেবে পাবেন ৷ আমি ফিরে আসব প্রতিবাদ করতে ৷
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩