আজ থেকে ২০ বছর পরে যদি হঠাত করে আপনার ঘুম ভাঙ্গে ঢাকার বুকে, সেদিন আপনার যে অনুভুতি হতে পারে আজ আমার অনেকটা সেই অনুভূতিই হয়েছিল। কেননা বিদেশের মাটিতে থেকে থেকে অভ্যস্থ এই মদন পুরো ২০ বছর পরে আজ বাসে করে নরসিংদী থেকে ঢাকা গিয়েছিল।
তো কেমন ছিল সেই অনুভুতি?
শুনবেন?
বোরিং ফীল না করলে বলতে পারি।
প্রথম দিকে অনেকটা যেন ঘোরের মাঝেই ছিলাম বলতে পারেন। কিছু চিত, কিছু অপরিচিত। কখনো মনে হয়েছে এ আমি কোথায় এলাম? এই এলাকা তো আমি চিনি না! আবার কখনো মনে হয়েছে কই, এ তো আমার চেনাই! এতটুকু পরিবর্তন হয়নি! আসলে পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল। কবি নজরুলের ভাষায় বলতে ইচ্ছে করেছে,
"বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনো বসে
বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস ও ফেকাহ চষে।"
তিনি কি বুঝাতে চেয়েছিলেন সে আলোচনায় আমি যাবো না। আমি শুধু বলবো, গত বিশ বছরে ঢাকার যে পরিবর্তন হয়নি তা নয়, অনেক পরিবর্তন হয়েছে। তবে সেই পরিবর্তন বহির্বিশ্বের তুলনায় যথেষ্ট নয়।
যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর দিয়ে যেতে যেতে একটা সময় সত্যি আমাদের কিছু পরিবর্তন হয়েছে বলে মনে হয়েছে। কিন্তু বাস থেকে নেমে মনে হলো, না কোথায়, এতো যেই লাউ সেই কদু! রিক্সা, সাইকেল, সিএনজি, মানুষ আর মোটরসাইকেলের এক মহা জগাখিচুড়ী। ২০ বছরেও এই খিচুড়ি এতটুকুও কি বাসি হতে পারেনা
সাথে কিছুটা অসুস্থ এক বালককে নিয়ে আমাদের গন্তব্য ছিল গ্রীন রোডের এক প্রাইভেট হসপিটাল। সিএনজি নিয়ে গুলিস্তান থেকে সে পর্যন্ত যেতে যেতে আমি নিজেই আধা অসুস্থ্য। একটা দেশের রাজধানী এতটা অগুছালো এতটা অনিরাপদ আর অব্যবস্থাপনায় থাকে কি করে? এই আধুনিক যুগে? আমার মাথায় আসেনা। বিশটা বছর কি একটা শহরকে গুছানোর জন্য যথেষ্ট নয়?
প্রায়শই বলা হয়, 'পাবলিক কথা শুনে না'। পাবলিক কথা শুনবে কি না শুনবে সেটা তো পাবলিকের ইচ্ছা না, আমার ইচ্ছা। যদি আমি নগর পরিকল্পনাবিদ হই অথবা রাষ্ট্র পরিকল্পনাবিদ।
কথা হলো আমি তো পরিকল্পনাবিদ নই, লিডার! লিডার প্লাস খাদক! তা সে আমি ব্যবসায়ী, চাকুরীজীবী, মুটেওয়ালা, রিক্সাওয়ালা বা আমলা যাই হই না কেন। আমার দেশের প্রতিটা পাবলিক এক একটা লিডার প্লাস খাদক! বেশী পরিকল্পনা নীতি নৈতিকতা নিয়ে যে এগুবে তাঁকে স্রেফ খেয়ে ফেলবে। আমাদের এই খেয়ে ফেলার অভ্যাসটাই নাকি আমাদের ডোবাচ্ছে।
এখানেও আমার আপত্তি। মানুষ বাঘ সিংহের মত বন্য খাদকদের ধরে নিয়ে খেলাধুলা করে আর আমরা মানুষ হয়ে কিছু মানুষকে নিয়ন্ত্রন করতে পারবো না?
তাই যদি হয়ে থাকে তাহলে ২০ বছর কেন আরো ৪০ বছরের আরামপ্রদ একটা ঘুম দিয়ে উঠতে পারবো। আমি নিশ্চিত আমার ঘুমের কোন ব্যঘাত ঘটবে না, আমাদের ঢাকা, আমাদের বাংলাদেশ ঠিক তেমনটাই থাকবে যেমনটা আছে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮