সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রের আঁকা পেন্সিল স্কেচ।
ক্যামেরা কি জিনিস দেখেনি সে তখনো।
নতুন চোখে যা দেখে তাই লেগে যায় ভালো।
বইয়ের ছবির মত কাগজের ফ্রেমে বন্দি করে রাখতে মনে চায় সামনে আর ডানে বাঁয়ে যা দেখে তাই।
বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু করেও ফেলে পড়ার ফাঁকে ফাঁকে।
ছবিগুলো রেখেছিল সে খাতা আর বইয়ের মলাটের ভাঁজে ভাঁজে।
তার পর এক সময় ... ঘুমিয়ে পড়েছিল ... ।
ঘুম ভেঙ্গে দেখে ব্রহ্মপুত্র আর তিতাসের পানি অনেক গড়িয়ে গেছে!
ছবিগুলোও কোথায় যেন গেছে হারিয়ে!
আঁতিপাঁতি করে শেষে খুঁজে পেল তবু একটা।
কড়া এক ধমকে সেও তুলে দিল আমার হাতে।
কাঁদল না একটুও।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৯