নাহ, প্রকৃতি গোলমাল খুব পছন্দ করে। না করলে নাকের বদলে নরুন আসে কিভাবে? কিংবা বরফের রাজ্যে কী করে মেলে জ্বলন্ত আগ্নেয়গিরি? কি, বিশ্বাস হচ্ছে না? তা আপনি বিশ্বাস না-ই করতে পারেন; কিন্তু এটাই বাস্তবতা। ভূতাত্ত্বিকরা গত ১৭ নভেম্বর নেচার জিয়োসায়েন্স পত্রিকায় জানিয়েছেন, জ্বলন্ত এক আগ্নেয়গিরির সন্ধান মিলেছে বরফের রাজ্য এন্টার্কটিকায়, তাও আবার ভূখণ্ডের এক কিলোমিটার নিচে!
ঘটনার শুরু ২০১০ সাল থেকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল ভূতাত্ত্বিক গবেষক ভূমিকম্পপ্রবণ পশ্চিম এন্টার্কটিকার মেরি বায়ার্ড ল্যাণ্ডে বরফখণ্ডের ক্রম পরিবর্তনশীলতার ওপর এক গবেষণা শুরু করেন। তাঁরা দেখতে চেয়েছিলেন, ভূমিকম্প বা সুনামির আগে-পরে এন্টার্কটিকার বরফ ও ভূ-অবস্থার কোনো পরিবর্তন ঘটে কি না। পাশাপাশি এ বিস্তৃত বরফখণ্ড পুরো পৃথিবীর জলবায়ু পরিবর্তনে কেমন ভূমিকা রাখে, এরও অনুসন্ধান করছিলেন তাঁরা। এ জন্য বরফ রাজ্যের নানা পরিবর্তন কম্পিউটারে টুকেও রাখা হচ্ছিল।
পরবর্তী সময় ২০১১ সাল পর্যন্ত প্রাপ্ত নানা তথ্য বিশ্লেষণ করে ভূতাত্ত্বিকরা এ সিদ্ধান্তে উপনীত হন, মহাদেশের মাঝ বরাবর বরফে আচ্ছাদিত ভূখণ্ডের এক কিলোমিটার নিচে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি রয়েছে। এ কারণেই এলাকাটি বারবার কেঁপে ওঠে। ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে তাঁরা জায়গাটির অবস্থান সম্পর্কেও নিশ্চিত হয়েছেন। গবেষকরা আরো জানিয়েছেন, এন্টার্কটিকা মহাদেশের বহির্ভাগ ও অভ্যন্তরে এ ধরনের অনেক চমক এখনো অবশিষ্ট আছে। এ জন্য বিস্তর গবেষণা প্রয়োজন।
- Source: Click This Link