গত বার এখানে ঈদ বুঝতে পারি নাই, মুলত খ্রিষ্টান রাষ্ট্র। ঈদের পর দিন এক মসজিদে গিয়ে ঈদের কথা জিজ্ঞেস করতেই বললো,
ঈদের নামাজ তো কাল ই হয়ে গেছে! এই ছিল গতবারের ঈদ। এবার ও কোন প্লান ছিল না, অন্য সব দিনের মতই ইদের দিন কাটবে ভেবে রেখেছিলাম।
কিন্তু এক ইন্ডিয়ান মুসলিম বন্ধু গত পরশু এপার্টমেন্ট লিফটের মধ্যে দেখা! সে কয়েক মাস আগে অন্য একটা সফটওয়ার হাউসে হায়ারে এসেছে।
যেদিন সে আসে সেদিন ই আমি তার রুমে গিয়ে আলাপ করেছিলাম। সে আমার ভাল বন্ধু তবে বেশ ২ মাস হলো তার রুমে আর আমি যায় না, কেন
যায় না! সেইকথা আজ এখানে বললে অনেক লম্বা হবে। তাই না বলাটাই ভাল। সবাই এক রকম হয় না, তার পরও সে খুব ভাল একটা ছেলে।
সে রোযাও করছে আমি রোযা করি না। সে আমাকে ইদের দিন তার রুমে দাওয়াত করল।
সে তার দেশের খাবার রান্না করবে, কথা হলো রবিবার আমরা একসাথে অন্য এক সিটিতে গিয়ে কোন ইন্ডিয়ান ডিপার্ট মেন্ট ষ্টোর থেকে বাজার করে আনব।
আমার ঈদ ১৯৯১ সালে রোযার ঈদের দিনই শেষ হয়ে গেছে, তখন আমার বয়স ১১, সেই কথা অন্য একদিন লিখব। তার পর থেকে ঈদ আমাকে
আর বিশেষ ভাবে নাড়া দেয় না। এখানে সোমবার ইদ। সবাই কে ঈদের শুভো কামনা, ঈদ মুবারক।