সহজে প্রোগ্রামিং শেখার জন্য বই মেলায় প্রকাশ হয়েছে সি প্রোগ্রামিং নিয়ে নতুন একটি বই।
সি প্রোগ্রামিং খুবি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং কে বলা হয় সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জননী। অপারেটিং সিস্টেমের মূল কার্নেল লেখা হয় সি প্রোগ্রামিং দিয়ে। আমরা যত গুলো ডিভাইস ব্যবহার করি, প্রায় সব ডিভাইসের মূল সফটওয়ার লেখা হয় সি প্রোগ্রামিং দিয়ে। সি প্রোগ্রামিং শেখার পর অনেক জায়গায়ই প্রয়োগ করা যাবে। সফটওয়ারের পাশাপাশি কেউ যদি হার্ডওয়ার সিস্টেম নিয়ে কাজ করতে চায়, তার জন্য উপযুক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়া স্মার্টফোনের মত এখন জনপ্রিয় হচ্ছে IoT বা Internet of Things। এই IoT ডিভাইস গুলো কন্ট্রোল করার জন্য সাধারণত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
যারা কন্টেস্ট প্রোগ্রামিং করতে চায়, তারাও সি প্রোগ্রামিং শিখে কন্টেস্ট প্রোগ্রামিং শুরু করতে পারে। এ ছাড়া সি প্রোগ্রামিং শেখার পর যে কেউ চাইলেই অন্য যে কোন ল্যাঙ্গুয়েজ সহজেই শিখতে পারবে।
বইটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপযোগি করে লেখা। স্কুল কলেজে যারা প্রোগ্রামিং শিখতে চায়, তারা সহজেই বইটি ফলো করে শুরু করতে পারবে। প্রোগ্রামিং এর শুরু থেকে সব কিছু বিস্তারিত ভাবে লেখা রয়েছে, যেমন কিভাবে প্রোগ্রাম লেখা যায়, প্রোগ্রাম কোথায় লিখতে হয়, কিভাবে লিখতে হয় ইত্যাদি সব কিছু। এছাড়া যারা ইউনিভার্সিটিতে সি প্রোগ্রামিং কোর্সটি করছে, মাতৃ ভাষায় বইটি লেখার কারণে তাদের প্রোগ্রামিং শেখায় দারুণ সহায়ক হবে।
বইটি লেখা শুরু করেছি আরো আগে। বাংলায় প্রোগ্রামিং কন্টেন্ট খুব একটা বেশি নেই। তো বই এর ছোট ছোট অংশ গুলো ব্লগে প্রকাশ করেছি। যে গুলো পড়ে অনেকেই উপকৃত হয়েছেন। বই হিসবে প্রকাশ করার কারণ হচ্ছে আরো বেশি মানুষের কাছে পৌছানো। যেন ইন্টারনেট ছাড়াও প্রোগ্রামিং শেখা যায়, সে জন্য।
বইটি প্রকাশ করেছেন আদর্শ প্রকাশনী। মেলা থেকে বইটি আদর্শ প্রকাশনীর স্টল থেকে কেনা যাবে। স্টল নাম্বার হচ্ছে রকমারী থেকে কেনা যাবে এই ঠিকানায়ঃ রকমারি এ ছাড়া নীলখেত মানিক লাইব্রেরীতেও বইটি পাওয়া যাবে। বই পড়ে সমস্যা বা কোন কিছু জানার থাকলে লেখকের সাথে সরাসরী যোগাযোগ করা যাবে http://jakir.me/contact ঠিকানায় গিয়ে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯