আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে,
কারন বর্ষাই আমার চোঁখের জলের সাথে মিশে যেতে পারে।
আর আমি পারি দুঃখকে লুকিয়ে রাখতে!
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে,
কারন বর্ষাই আমার হৃদয়ের রক্তক্ষরন ধুয়ে ফেলে
একটি বেদনাহীন সমুদ্র রচনা করতে পারে।
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে
কারন আমি বর্ষার টুপটাপ ছন্দে গান গাইতে পারি।
আর আমার কষ্টগুলো যেন ধুয়ে চলে যেতে পারে
দুরের কোন এক নদীর জলে।
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে
কারন আমি বর্ষার মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাই।
যাতে দুনিয়ার কোন বুক ফাটা খড়া
আমার বুকে কাঁপন ধরাতে না পারে।
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে
কারন আমি মরুভুমিকে ভয় পাই।
আর মরুভুমিতো চোঁখের জল আর বুকের রক্ত-
দুটোই চুষে খেয়ে ফেলতে পারে,
কিন্ত নিজের পাষন্ড দেহ কখনই তৃষ্না মেটাতে পারেনা।।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫১