জীবনে আসতে পারে ঝটকা সমুদ্র ঢেউ,
আসতে পারে এক আকাশ কৃষ্ঞ কালো মেঘ।
তবুও জীবন থেমে থাকেনা কোন অজানা নদীর বাকে।
জীবন কখনও ছুটে চলে রোমাঞ্চকর কোন কাব্যের মত!
আবার ছন্নছাড়া কোন গল্পের মত।
জীবন কখনও থেমে থাকেনা ,
যদি সে কখনও নিজে থেমে না যায়!
কিন্তু জীবন তো নয় কোন কাব্য
নয় কোন গল্প।
তবুও জীবরের প্রতি কেন এত মায়া, কেন এত ভালোবাসা।
জীবনতো হয় তীক্ত, আবার কখনও বিষাক্ত।
আবার কখনওবা সকাল বেলার ককিলের মিষ্টি গানের মত।
সব মিলিয়ে জীবনের যোগফল হয় শূন্য।
আর...
জীবন কখনও থেমে থাকেনা।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৫