একখানা লাইন আছে । কেউ গায় । কেউ স্ট্যাটাস দেয় । কেউ বা নানা আচরনে হাসিয়া লুটাইয়া পরিতে পরিতে বিভিন্ন আনন্দ সূচক শব্দ করিয়া প্রকাশ করিয়া থাকে ।
''আহা কি আনন্দ আকাশে বাতাশে''
ইহাই সেই লাইন । হতাশাগ্রস্থ দুখী মানুষের হৃদয়ে নতুন করিয়া জ্বালাও পুড়াও টাইপ কষ্টের উদয় ঘটাইয়া দেয় । আর সুখী মানুষের কোলে উঠিয়া দাঁত কেলাইয়া হাসে । বিগত বেশ কিছুদিন ধরিয়া আমি এই লাইন খানা যখনি শুনিয়াছি বা দেখিয়াছি তখনই ছুটিয়া স্টুডিও অথবা শয়নকক্ষ থেকে বাহির হইয়াছি । ভাবিয়াছি বাতাস দেখিতে পাই না পাই আকাশ তো অবশ্যই দেখিব । গিয়াই বুঝি দেখিব আকাশের গায়ে মেঘের বদলে কিছু আনন্দ ঝুলিতেছে । ছোট বেলার আম পাড়িবার জন্য ঢিল মারিবার দক্ষতা কাজে লাগাইয়া দু চার খানা আনন্দ পাড়িয়া উপরে উল্লেখিত লাইন খানি গুন গুন করিতে করিতে ঘরে ফিরিব ।
এক দুইবার উপর থেকে ধুলা বালু ঝড়িয়া পড়িয়াছে নতুবা কাক পক্ষী তো আছেই ।
অতঃপর এই লাইন খানাকেও বেইমান না বলিয়া পারিতেছিনা । ইহা বানোয়াট, ইহা কপাল পোড়াদের জন্য ষড়যন্ত্রের নীল নকশা ।
মাঝে মাঝে ইহাও মনে হয় এত শত লোক তো আর মিথ্যে বলিবেনা । কিইবা ক্ষতি করিয়াছি আমি তাদের । হয়ত সবাই আসলেই আকাশে বাতাসে আনন্দ দেখিয়া ঢিল মারিয়া পাড়িয়া লইতাছে । কিন্তু এই দুখের সিজনে আকাশ বৃক্ষে কি করিয়া আনন্দের ফল পাইল তাহারা আমি বুঝিয়া উঠিতে পারিনা...!!! হতাশা...!!!
কিন্তু হতাশ মানুষের আশা বেশি বলিয়াই আমার ধারনা । মিথ্যা ভাবিয়াও অদ্য লাইন শুনিয়া এখনও আমি...
ভাবিতে বসি - আনন্দ আসলে দেখিতে কেমন ?!!!
এখনও আকাশের গায়ে আনন্দ খুজিয়া বেড়াই,
বাতাস দেখিবার চেষ্টায় রত হই ।
আর ফিরতি পথে যেতে যেতে ভাবি,
আমার চোখটা বুঝি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে ।
যেদিন আনন্দ আসলেই আকাশে ভাসবে সেই অব্দি আমার চোখটা বাঁচবে তো...???!!!